Saturday 11 December 2021

এখনও সময় আছে


এখনও সময় আছে

---------------------------


এ কথা ঠিক যে নির্ভীক নেতার আজ অভাব যিনি অকপটভাবে সত্য কথা বলতে পারেন | এমন সত্যভাষণ যাঁরা করেন তাঁদের সমাজ ব্রাত্য করে রাখে ও শুধু তাঁদেরই স্বীকৃতি দেয় যাঁরা মিঠে কথা, মিছে কথা, এই দুইয়ের এক অপূর্ব সংমিশ্রণ সমাজকে উপহার দেন | একেবারে চূড়ান্ত তথ্যসম্বলিত সত্য কেউই বলেন না যার দ্বারা দূষণ দূর করা সম্ভব ভারত তথা পৃথিবীর বুক থেকে |


বীজাণু ছড়িয়ে রয়েছে সর্বত্র | তার নাশ সম্ভব একমাত্র তার চরিত্রটি জানার মাধ্যমে | তার জন্য শুধু নেতৃত্বের অভাব, এমন কথা বললে চলবে না | যাঁরা নেতৃত্ব যেভাবেই দিচ্ছেন তাঁদের অনুসরণ করুন, তাঁদের প্রচারকর্মে সহায়তা করুন | এমন অনেকেই আছেন যাঁরা নিজের প্রাণ হাতে রেখে নির্ভীকভাবে এগিয়ে চলেছেন | তাঁদের অনুসরণ করুন | নিজে নির্ভীক হ'ন আগে, প্রচার করুন সত্য, কাপুরুষের ন্যায় নয়, দৃঢ়, বলিষ্ঠভাবে | শত্রুকে চিনতে হলে অজ্ঞানতাসহায়ে তা সম্ভব নয়, শত্রুপক্ষের মতাদর্শ পডুন, জানুন, বুঝুন | শুধু সকলকে অমৃতের পুত্র বলে কপটজ্ঞান করলেই বিশ্বভ্রাতৃত্ব স্থাপন হয় না | তার জন্য নিজেকে তৈরী করতে হয় | 


প্রায়ই শুনি রাস্তায় নামতে হবে, তা না হলে হবে না | হ্যাঁ, একথা ঠিক যে পথে নামলে কিছু কিছু কাজ অধিক শক্তি লাভ করে | কিন্তু আজ অনলাইনের যুগে অনলাইনই সবচেয়ে প্রশস্ত পথ | বিদ্যূদ্গতিতে তথ্য ছড়িয়ে দেওয়া যায়, যে তথ্য শত্রুর মিথ্যাচারের ব্যূহ ভেদ করে তাকে পর্যুদস্ত করতে পারে | সেই পদ্ধতিই আজ নেতারাও এ বিষয়ে অন্যতমরূপে ব্যবহার করছেন |


নেতা আছে, তথ্যও পরিবেশিত আছে, নেই শুধু অনুসরণ করার সদিচ্ছা, পালন করার নিষ্ঠা, সংগ্রামে নামার সাহস |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment