Sunday 26 December 2021

স্বধর্মরক্ষা তো করা চাই ? নইলে যে সমূলে বিনাশ !




স্বধর্মরক্ষা তো করা চাই ? নইলে যে সমূলে বিনাশ !

-----------------------------------------------------


সত্য বলব না রামকৃষ্ণভক্তির দোহাই দিয়ে ? সে কেমন ভক্তি হবে ? ঠাকুর তো সত্য বলতে বলেছেন | তাহলে অরাজনৈতিকতার দোহাই দিয়ে ন্যূনতম সত্যভাষণ থেকে বিরত থাকব ? বলব না মানুষের দুর্গতির কথা ? প্রতিবাদ করব না হিন্দুদের বিরুদ্ধে ইসলাম ও খ্রীষ্ঠধর্মের ধর্মান্তরকরণের নিকৃষ্ট চক্রান্তের বিরুদ্ধে ? বলব না জিহাদের স্বরূপের কথা সবকিছু জেনেশুনেও ? সে কেমন ভক্তি হবে ? সে কেমন মানুষ হব শুধু রামকৃষ্ণসারদাস্তুতিসাধকরূপে ?


তা তো হয় না ভাই | ঘরে আগুন লাগলে দমকলকে ডাকতে হয়, ডাকাত পড়লে পুলিশ | শুধু ভগবানের নাম করলে তখন কি রক্ষা পাব ? যখন যেমন, তখন তেমন | তাই তো ? তাহলে হিন্দুর এই ঘোর দুর্দিনে কেমন করে স্বার্থপরের মত চুপ করে বসে থাকি ? তা তো পারব না | সোচ্চার হব | তাই হয়েছি, তাই হচ্ছি | আপনারা নাই বা সাথে এলেন | তাতে কি ? কাজ করে যেতে বলেছেন ভগবান স্বধর্মরক্ষার, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে | ব্রহ্মবীর্য প্রকাশ করতে বলেছেন অরিনিধনে, অধর্মনাশে | সেই বার্তাটিও তো শুনতে হবে, না কি ? তাই প্রতিনিয়ত নতুন উদ্যমে সেই পুরাতন কর্মটি করতে হবে কারণ "স্বধর্মে নিধনম্ শ্রেয়োঃ পরধর্ম ভয়াবহ |"


বন্দে মাতরম্ !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment