Thursday 16 December 2021

লাউডস্পিকারে আজ়ান দেওয়া কি আইনসিদ্ধ ?

লাউডস্পিকারে আজ়ান দেওয়া কি আইনসিদ্ধ ?

--------------------------------------------------


ফজ়রের আজ়ানের আওয়াজ লাউডস্পিকারে দিনে দিনে বেড়েই চলেছে | ভোর হওয়ার আগেই এই শব্দদূষণ মানুষকে ঘুমোতে দেয় না | পশ্চিমবঙ্গ সরকারের এই লাউডস্পিকারে আজ়ানের অবাধ স্বাধীনতাপ্রদান দেখে বিস্মিত হতে হয় | সাধারণ নাগরিকের সামান্যতম বিশ্রামের অধিকারও বুঝি আজ আর নেই ? যাঁরা এই লাউডস্পিকারের আসে পাসে থাকেন তাঁদের জীবন ওষ্ঠাগত | একেই কি বলে ধর্মনিরপেক্ষতা ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment