ধন্যবাদ
ধন্যবাদ !
----------
ভক্তরা যদি এত অসহযোগী হন, তো একাই কাজ করব | কারোর সাহায্য আর প্রার্থনা করি না | আপনাদের স্বদেশপ্রীতির ও ঠাকুর-স্বামীজীর প্রতি শ্রদ্ধাভক্তির যথার্থ পরিচয় পেয়ে বাস্তববুদ্ধি জাগ্রত হয়েছে আমার | যাঁরা আমার কাজে সহায় হবেন, তাঁরা বীর, অন্য ধাতু দিয়ে গড়া | তাঁরা আসছেন | আপনাদের কল্যাণ হ'ক |
কিন্তু যাঁদের এতদিন সাধুভক্তরূপে গণ্য করেছি, তাঁদের সম্যক পরিচয় পেয়ে বুঝলাম কেন স্বামীজী এই জাতিটিকে, বিশেষতঃ বাঙালী জাতিকে, কাপুরুষ আখ্যা দিয়েছিলেন | স্বামীজীর শেষজীবনের সেই বিলাপ আমাকে আজও ব্যথিত করে |
ভাগ্যিস্ আপনারা আমায় এহেন অসহযোগীতা দেশপ্রেমরূপে দান করলেন, তাই আমার স্বদেশপ্রেম ও দেশসেবার শক্তি সহস্রগুণে বেড়ে গেল | আপনাদের উপেক্ষার এই দান সশ্রদ্ধচিত্তে মস্তকে ধারণ করে নিরাসক্ত কর্মযজ্ঞে নিজেকে নিমজ্জিত করলাম এবার |
জয় ভারতমাতা ! জয় স্বামীজী !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment