পল্টুর পাঠ
পল্টুর পাঠ
------------
পাড়ার মাসীমা : হ্যারে পল্টু, আজ কি পরিক্ষা ?
পল্টু : পদার্থবিদ্যা |
মাসীমা : ভাল করে পড়েছিস তো ?
পল্টু : না, একটুও পড়িনি |
মাসীমা : সেকি রে ? পাস করবি কি করে তাহলে ? কিছুই তো জানিস না, বাবা ?
পল্টু : ও নিয়ে ভেবো না, মাসী, সব জানা আছে | কথামৃত পড়েছি তো | ওতে সব দেওয়া আছে | ঠাকুর বলেছেন, "এক জ্ঞানের নাম জ্ঞান ; বহুজ্ঞান অজ্ঞান |'' আবার বলেছেন, জল, পানী, ওয়াটার, অ্যাকওয়া, সব নানা নাম একই পানীয়ের | তবেই তো হল | কথামৃত পড়েছি, পদার্থবিদ্যায় পাস |
মাসীমা : এমন কথা তো বাপের জম্মে শুনিনি, বাপু | হ্যাগা, শুনছ ? এ পল্টু কি বলে, গো ?
মোসোমশাই : আহ্ ! কেন জালাও ? আনন্দবাজারে সর্বধর্মই যে এক কথা বলে, সে বিষয়ে জ্ঞানদানন্দস্বামীর একটি অপূর্ব প্রতিবেদন পড়ছি |
● ● ● ● ● ● ● ● ● ●
ক'মাস পর |
মাসীমা : অ্যাই পল্টু ! কোথায় যাচ্ছিস ব্যাগ কাঁধে ?
পল্টু : কোচিংএ |
মাসীমা : কেন ?
পল্টু : ব্যাক্ পেয়েছি পদার্থবিদ্যায় | বাবা বলেছে, "অপদার্থ !"
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment