Friday, 3 December 2021

স্বামীজীর একটি ভক্তও নেই | আছে শুধু দাস, মূঢ়, মূঢ়ার দল |


স্বামীজীর একটি ভক্তও নেই | আছে শুধু দাস, মূঢ়, মূঢ়ার দল |

----------------------------------------------------


দেশের ছেলেগুলো মেয়ে হয়ে গেছে আর দেশের মেয়েগুলো আরও মেয়েলি হয়ে গেছে | এঁরা বলেন এঁরা স্বামীজীর ভক্ত | বললেন আমায়, গীতা পড়বেন, তারপর উপনিষদ ও বেদ | তারপর, তবে কি মরে যাওয়ার পর -- কারণ বিধর্মীর হাতে মৃত্যু নিশ্চিত এভাবে -- প্রেতশরীরে অন্য ধর্মের শাস্ত্র পড়বেন ? বেদ, উপনিষদ পড়ে শেষ করতে তো বিস্তর সময় যাবে | তাহলে কুর'আন পড়বেন কবে ? স্বামীজীকে এঁরাই রোজ মারছেন | এ বাংলাদেশে (পশ্চিমবঙ্গে) পুরুষ নেই, শুধুই কাপুরুষ, নরদেহে, নারীদেহে | তাই স্বামীজী বলতেন, "দেখি, বাঙালীর ধর্ম কতদূর চলে |"


লেখক : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment