Wednesday 1 December 2021

কুরান পড়ন | নইলে জানবেন কি করে ইসলাম সম্বন্ধে ? কথামৃত পড়ে তো আর ইসলামকে চেনা যাবে না |


কুরান পড়ন | নইলে জানবেন কি করে ইসলাম সম্বন্ধে ? কথামৃত পড়ে তো আর ইসলামকে চেনা যাবে না |

---------------------------------------------------


কেউ যদি মনে করেন ঠাকুর-স্বামীজীর বই পড়ে পদার্থবিদ্যা (Physics) জানবেন, তাহলে সেটি যেমন অবাস্তব হবে, তাঁকে পদার্থবিদ্যারই বই পড়তে হবে, তেমনি কেউ যদি মনে করেন তিনি ঠাকুর-স্বামীজীর বই পড়ে ইসলাম জানবেন, সেটি সেই রকমই অসম্ভব হবে, তাঁকে কুরান, হাদিস আর সিরাহ্ পড়তে হবে | ইুউটিউবে (YouTube) শুধু নানান রকম ভিডিও (video) দেখলেও হবে না | ইসলামের মূল গ্রন্থত্রয়ী পাঠ করতে হবে | তবেই ইসলাম কি ও কি তার মূল উদ্দেশ্য তা জানা যাবে |


একটু কষ্ট করতে হবে | শুধু আলস্যে কর্মসম্পাদন হবে না | স্বধর্মরক্ষার্থে যিনি এটুকুও করতে পারবেন না, তাঁকে তো ধর্মরক্ষক উপাধিতে ভূষিত করা চলে না | হ্যাঁ, তাঁকে আত্মবিজ্ঞাপক, তথ্যদুষ্ট বলা চলে, এইমাত্র |


অন্যের মুখের কথা শুনে সঠিক কিম্বা বেঠিক ধারণা করার চেয়ে নিজে পড়ে ঠিক ঠিক ধারণা করা ভাল | ইংরেজি, বাংলা ও অন্যান্য ভাষায় ইসলামের মূল তিন গ্রন্থ পাওয়া যায়, এমনকি অনলাইনেও বিনামূল্যে পাওয়া যায় |


অন্যকে জানানোর আগে নিজের জানা ভাল | এমন যেন না হয় যে যাঁদের ইসলাম সম্বন্ধে জানাবার উদ্দেশ্যে লিংক পাঠালেন, তাঁরাও পড়লেন না সে লিংক ধরে আর আপনি নিজেও লিংকই পাঠাতে থাকলেন, অধ্যবসায়সহকারে আর পড়ে উঠতে পারলেন না তা | অতএব, যে অজ্ঞতা সে অজ্ঞতাই রয়ে গেল | সাথে সাথে সনাতন ধর্মের ও হিন্দুদের রক্ষার্থে যথার্থ কিছুই করে উঠতে পারলেন না | উৎসাহ, উদ্দীপনা সবই বুদ্বুদের ন্যায় মিলিয়ে গেল কিছুদিন বাদেই | আবার সেই ভ্রান্ত বাণী প্রচার করতে শুরু করলেন যে 'সব ধর্মেরই মূল কথা এক' যা সর্বৈব মিথ্যা | এতে নিজধর্মের ক্ষতিসাধন করলেন, আবার ইসলামের বিজয়রথচক্রের গতি ত্বরান্বিত করলেন |


যাক, কথা তো শুনবেন না, অতএব বিপদ সন্নিকটে | ধর্মান্তরিত হওয়া অথবা আর কিছুর জন্য পারলে এখন থেকেই প্রস্তুত হ'ন | এদিকে অজ্ঞান অন্ধকারে থেকে ইসলাম সম্বন্ধে অধ্যাপনা চালিয়ে যান যেমন চালিয়েছেন এযাবৎ আপনার গুরু প্রতিষ্ঠান তাঁদের সর্বধর্ম সমন্বয়ের বাণী বহন করে | ভাবটা এই যেন ইসলাম একটি ধর্ম হিন্দু ধর্মেরই মত | কোনও মৌলবীকে জিজ্ঞাসা করেই দেখুন না কি বলেন ? বলবেন ইসলাম ধর্ম নয়, ইসলাম দীন | মানে বুঝলেন ? বুঝবেন না | কুরান, হাদিস, সিরাহ্ পড়েন নি তো | পড়ুন ধৈর্য ধরে, ঠিক বুঝবেন | নইলে লবডঙ্কা, শত সহস্র সনাতন ধর্মের গ্রন্থ পড়লেও | 


'সত্যমেব জয়তে নানৃতাম,

সত্যেন পন্থা বিততো দেবজান |' 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : আর্য সমাজের প্রতিষ্ঠাতা, শুদ্ধিকরণের হোতা, স্বামী দয়ানন্দ সরস্বতী |

No comments:

Post a Comment