Friday, 3 December 2021

বেশ, বেশ 


বেশ, বেশ 

-----------


আমার পেজের আনলাইক (unlike) পাওয়ার বহর দেখে মনে হচ্ছে বাঙালীরা বোধ হয় যথার্থ হিন্দুধর্মকে পছন্দ করেন না | সত্য সহ্য করতে পারেন না | এক কল্পিত মিথ্যাকে হিন্দুধর্ম জেনে ও মেনে, নিজেদের ইন্দ্রিয়াসক্তিকে প্রশ্রয় দিয়ে নিজের ও জাতির সর্বনাশসাধনে বাঙালী মত্ত | এ ঘোর অবিদ্যার দাসত্ব | ঠাকুর-স্বামীজী আবার এলে এবারের মতই না প্রত্যাখ্যাত হন |


লেখক : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment