এইমাত্র বুঝি ভক্তির দৌড় ?
এইমাত্র বুঝি ভক্তির দৌড় ?
-------------------------------
যতদিন না 'জয় ঠাকুর', 'জয় মা', 'জয় স্বামীজী', এই সকল সম্বোধন থামবে ও স্বধর্মরক্ষার্থে ক্ষাত্রবীর্য অবলম্বনের যে বাণী স্বামীজী দিয়ে গেছেন, তা পালন করা শুরু করবেন ভক্তকুল, ততদিন ঠাকুর-মা-স্বামীজীর যুগধর্মসংস্থাপনের কর্ম চূড়ান্ত বিফলতায় পর্যবসিত হবে |
দেশভাগ হল তবু চেতনা এলো না | শুদ্রত্ব থেকে ব্রাহ্মণত্বে উন্নীত হওয়ার পর্যাপ্ত উপায় এই সম্বোধনত্রয় নয় | তার জন্য প্রথম প্রয়োজন ক্ষাত্রবীর্যপ্রকাশ | স্বামীজী সেই ক্ষাত্রবীর্যের মূর্তবিগ্রহ | তাঁর উপদেশ অনুযায়ী চললে বাঘাযতীন, রাসবিহারী ও সুভাষচন্দ্র হয় মানুষ, কাপুরুষ হয় না | ভেবে দেখার সময় এসেছে আমাদের ঠাকুর-মা-স্বামীজীপ্রেমের চরিত্রটা ঠিক কি |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment