Friday, 3 December 2021

আগে কুর'আন পাঠ, পরে কথামৃত, গীতা ইত্যাদি যদি বুঝতে চান বিপদ কোথায়


আগে কুর'আন পাঠ, পরে কথামৃত, গীতা ইত্যাদি যদি বুঝতে চান বিপদ কোথায়

----------------------------------------------------


কোরোনাভাইরাস প্রতিহত করতে ভ্যাক্সিন লাগে | ভ্যাক্সিন প্রস্তুত করতে হলে কোরোনাভাইরাসের চরিত্রটি জানা চাই | তার জন্য তাকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অধ্যয়ণ করা আবশ্যক | তার পরিবর্তে শুধু বেদোপনিষদ পাঠ করে জীবনমরণের তাত্ত্বিক জ্ঞানলাভ করার প্রয়াস পেলে শরীরে মরতে হবে | একইভাবে শত্রুর আক্রমণ হতে বাঁচতে হলে তাঁর মতটি জানা চাই | সে সম্বন্ধে অজ্ঞানতা থাকলে অরিহস্তে নিধন নিশ্চিত | শত্রুর মতটি কি, কি তার মতলব, মূলকথা কি, এ সব না জানা থাকলে তো যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী | যাঁরা বলেন যে আগে গীতাটা পড়েনি, পরে অন্য ধর্মের শাস্ত্রগ্রন্থ পড়া যাবে এখন, তাঁদের জিজ্ঞাসা করি শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতোপদেশ আদপে দিয়েছিলেন কেন ? ভেবে দেখেছেন কি একবারও ? স্বামীজীই বা কেন যুবকদের গীতাপাঠ ছেড়ে ফুটবল খেলতে বলেছিলেন ? ভাবুন | শত্রুকে চিনুন | তবেই তো বাঁচবার ব্যুহ রচনা করতে পারবেন | কুর'আন পাঠ করুন | 


লেখক : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment