Friday 10 July 2020

' দুর্জনকে দূরে পরিহার '

' দুর্জনকে দূরে পরিহার '
--------------------------------
কিছু লোক আছেন যাঁরা যুক্তির পৃষ্ঠে যুক্তি - প্রায়শই কুযুক্তি - দিয়েই চলেন । এঁরা নিজমত প্রতিপন্ন করতেই ব্যস্ত নচেৎ, এতই ক্ষুদ্র অহঙ্কারী যে, এঁদের সমস্ত সত্তা ওই অহেতুক তর্ক জয়ের মধ্যেই নিমজ্জিত । এঁদের সঙ্গে তর্ক করবেন না । পণ্ডশ্রম !
জীবনে অনেক ক্ষয়ক্ষতি এমনিই হয় । তার মধ্যে আর এঁদের প্রাধান্য দিয়ে নিজেকে দুর্দশাগ্রস্ত করবেন না ।
জীবনের মুখ্য লক্ষ্য ঈশ্বরলাভ । তার জন্য স্নায়ুগুলিকে সূক্ষ্ম অবস্থায় নিয়ে যেতে হয় । অহেতুক বাকবিতণ্ডার দ্বারা স্নায়ুসকল স্থূল অবস্থাপ্রাপ্ত হয় । তাই আধ্যাত্মিক উপলব্ধি হয় সুদূরপরাহত । এই সব কথা মনে রেখে অবাঞ্ছিত ব্যক্তি হতে দূরে থাকুন ও তাঁদের সাথে অবাঞ্ছিত বাদানুবাদ হতেও বিরত থাকুন ।
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
Image may contain: 1 person
Nilanjana Chakraborty, Sharmistha Chatterjee and 37 others
3 Comments
3 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment