Monday 20 July 2020

পশ্চিমবঙ্গের জনক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়


পশ্চিমবঙ্গের জনক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
-----------------------------------------------------------

পশ্চিমবঙ্গের জনক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি সমগ্র বাংলাই জিন্না-সুরাওর্দির হাতে চলে যাওয়াকে রোধ করেছিলেন ও ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন । আজ আমাদের প্রতিনিয়ত ভারতমাতার এই মহান সন্তানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করা উচিত ও তাঁর পূতচরিত্রে কালিমালেপন করার প্রবৃত্তি হতে বিরত থাকা উচিত ।

জম্মু-কাশ্মীরে দেশের অখণ্ডতা রক্ষার প্রয়াসে তাঁর অকালপ্রয়াণ, যার সঠিক তদন্ত আজও হল না, বড়ই মর্মান্তিক ও স্বদেশের লজ্জার আরো এক স্থান ।

নেতাজী, শ্যামাপ্রসাদ ও লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুরহস্য আজও সমাধান হল না । কিন্তু তার মানে এই নয় যে আমরা তাঁদের জীবনের অবদান ভুলে যাব তাঁদের মরণরহস্যের দিবারাত্র ব্যর্থ বাদানুবাদে ।

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


Sugata Bose Birendranath Ghosh কই ? এমন তো আপনার কাছেই শুনছি প্রথম আমার অসামান্য কীর্তির কথা । আমি তো আমাদ্বারা এ হেন রহস্য সমাধানের সংবাদের রহস্য সম্বন্ধে অবগত নই । জানা থাকলে জানাবেন অবশ্যই ।
Sugata Bose Santanu Bhar পড়লাম । সত্যাসত্য আরো পড়াশোনা করলে জানতে পারব । আপাতত মাথায় রইল তথ্যগুলি ।
Sugata Bose Santanu Bhar এ কথার কতক যৌক্তিকতা অবশ্যই আছে কিন্তু এই সম্মেলনের যা আলোচ্য বিষয়, তাও প্রণিধানযোগ্য । একটু দেখে নেবেন । অপেক্ষা করুন, বিষয়বস্তু আবার সকলের দৃষ্টিগোচর করছি ।
Sugata Bose Santanu Bhar গ্রুপ সেটিংসে About টা দেখে নেবেন । শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে নেতাজীর সংযোগ হয়েছিল, অতএব প্রাসঙ্গিক ।
Sugata Bose Anish Parua Not at all. I am against majoritarianism of all kinds and respect Syamaprasad Mookerjee from quite another standpoint, even when considering his being the founder of the Jan Sangh. I consider him as having been above petty politics that uses religion for political gains and respect him as a true patriot of seminal attainments.
Sugata Bose Ashis Kumar Basu What about his role in saving West Bengal from falling into Pakistan's kitty?
Sugata Bose Souvik Biswas দেখো বাপু, আমার লেখা কিন্তু বেশীরভাগই একটু দুর্বোধ্য । অধিকাংশ ক্ষেত্রেই পাঠক ভুল বুঝে থাকেন ও তারপর গোল পাকান । তুমি কিন্তু সে ফাঁদে পা দিও না । ধৈর্য ধরে অনুধাবন করার চেষ্টা করবে । তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত করে বসবে না আমার জীবনদর্শন সম্বন্ধে । ধৈর্যং ।
Sugata Bose Anish Parua ব্যক্তিগত অভিরুচি ।
Sugata Bose Anish Parua প্রথমটি সমর্থনযোগ্য । বাকিটুকু বললে হৃদয় সঙ্কুচিত হবে । তাই না বলাই ভাল । মহৎকে সম্মান করার মধ্যে আত্মসম্মান বর্ধিত হয়, হৃদয়ের প্রসার ঘটে ও চিত্ত সমাহিত হয় ।
Sugata Bose Anish Parua ভাই, এত বৈরীভাব কেন ?
Sugata Bose Anish Parua ঠিক কথা । তবুও একটু সহিষ্ণুতা?
Sugata Bose Anish Parua না, ধোয়াও নয়, তুলসী পাতাও নয় ।
Sugata Bose Anish Parua সত্য কিন্তু ব্যক্তিগত চাওয়া চাওয়ির ঊর্ধ্বে ।
Sugata Bose Anish Parua আজকাল কিন্তু ভগবনজীর কতিপয় অনুগামীগণ বলছেন ঐ ধারাতেই কথা ।
Sugata Bose Anish Parua সত্যই তবে আপনার পথপ্রদর্শক হোক ।
Sugata Bose Samrat Mukherjee Then disrespect with all your heart and feel satisfied.
Sugata Bose Anish Parua Can you authenticate this last statement of Bose from an authoritative source by quoting its name?

No comments:

Post a Comment