Thursday 16 July 2020

ওজস্বী রচনা


ওজস্বী রচনা 

Shakespeare যেমন ইংরেজি ভাষায় পৌরুষদৃপ্ত বলিষ্ঠ রচনা করে গেছেন, মধুসূদন তেমনই করেছেন বাংলায় । তাঁর তুল্য ওজস্বী রচনা বাংলা ভাষায় বিরল । স্বামীজী ভূয়সী প্রশংসা করেছেন তাঁর 'মেঘনাদবধ' কাব্যের । বলেছিলেন, " তোদের দেশে ওই একটা genius জন্মেছে । ... ইয়োরোপেও এমন কাব্য আধুনিক কালে প্রায় দেখা যায় না ।"

রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment