Sunday, 26 July 2020

'বহুরূপে সম্মুখে তোমার' ... ১


'বহুরূপে সম্মুখে তোমার' ... ১
--------------------------------------

যাঁরা জীবন্ত ঈশ্বরকে অবহেলা করেন, গৃহে, পরিবারে, আত্মীয় পরিজনে, সমাজে, তাঁরা অদৃশ্য ঈশ্বরের আরাধনা কেমন করে করবেন ? সমাজচেতনার মধ্যে আধ্যাত্মিক অগ্রগতি নিহিত, শুধুমাত্র অতিন্দ্রীয়ের পশ্চাদ্ধাবনে নয় ।

ঈশ্বর সর্বত্র বিরাজমান । তাঁর সেবা শুরু হোক একে অপরের প্রতি সহানুভূতিতে, বৈরীভাবপোশনে নয় ।

মানুষের সেবা ঈশ্বরপ্রেমের নিদর্শন কারণ ঈশ্বরই মানুষের মুখোশ পরে রয়েছেন । এ এক বিচিত্র খেলা ! এরই নাম ঈশ্বরের জগতলীলা ।

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment