Saturday, 18 July 2020

'শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত' হতে উদ্ধৃত একটি অংশবিষয়ে লেখকের নাম ও তথ্যসূত্র জানাতে বলায় উপস্থাপক মহানুভবের বিদ্রুপের সম্মুখীন হওয়া ও তৎপশ্চাত তার উপযুক্ত প্রত্যুত্তর প্রদান ।


'শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত' হতে উদ্ধৃত একটি অংশবিষয়ে লেখকের নাম ও তথ্যসূত্র জানাতে বলায় উপস্থাপক মহানুভবের বিদ্রুপের সম্মুখীন হওয়া ও তৎপশ্চাত তার উপযুক্ত প্রত্যুত্তর প্রদান ।
-----------------------------------------------------------------------

মহাশয়, ব্যাপারটি যেমন ভেবেছেন, তেমনটি নয় । লেখকের নাম ও তথ্যসূত্র না দিলে লেখা অনুমোদিত হবে না । এ ভ্রান্তিতে থাকবেন না যে আমি জানতাম না কথকের নাম ও তথ্যসূত্র । সম্মেলনের অনুশাসক ও সঞ্চালকরূপে বিষয়টি আপনার দৃষ্টিগোচর করা আবশ্যক মনে করেছি, তাই এই প্রতিবেদনে তার বিশেষ উত্থাপন । (দ্রষ্টব্য : 'শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত' হতে উদ্ধৃত একটি অংশবিষয়ে লেখকের নাম ও তথ্যসূত্র জানাতে বলায় উপস্থাপক মহানুভবের বিদ্রুপের সম্মুখীন হওয়া ও তৎপশ্চাত তার উপযুক্ত প্রত্যুত্তর প্রদান ।)

No comments:

Post a Comment