Friday 10 July 2020

সকল দুর্বলতা দূর হোক

সকল দুর্বলতা দূর হোক
--------------------------------
দুর্বলকে কি সবলতা সহজে শিক্ষা দেওয়া যায় ? বহু অভিজ্ঞতার ফলে ইহজীবনে অথবা জন্মান্তরে যদি শেখে । ইহজীবনে সত্বর শিখতে হলে স্বামীজীর ন্যায় নরপুঙ্গবকে অনুসরণ করা চাই ও পৌরুষপূর্ণ সংস্কৃতির সংস্পর্শে থাকা চাই ।
দুর্বল সাহিত্য-সংগীত-সংস্কৃতি বিষবৎ পরিত্যাজ্য । সর্বকর্মে বলবীর্যের প্রকাশ চাই । তবেই দেশ ও জাতি জাগবে । কাব্য-সংগীত-নৃত্য যদি অবিদ্যার বাহক হয় তো তা অবশ্য বর্জনীয় । যা কিছু ঈশ্বরলাভের সহায়ক তাই গ্রহণীয় । এইটি মাপদণ্ড । শাস্ত্র সহায়ক । স্বামীজীর বাণী ও রচনা এক্ষেত্রে দিকদর্শনে বিশেষ সহায়ক ।
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
Image may contain: 1 person, hat
Sharmistha Chatterjee, Amrita Bhattacharjee and 35 others
2 Comments
1 Share
Like
Comment
Share

No comments:

Post a Comment