Friday 10 July 2020

'বেদ মানতে হবে' - অর্থাৎ ?

'বেদ মানতে হবে' - অর্থাৎ ?
-----------------------------------
'বেদ মানতে হবে' বলার অর্থ, বেদের সর্বোচ্চ ঘনীভূত তত্ত্ব যা বেদান্তরূপে প্রসিদ্ধ, তাকেই মানতে হবে - এই অর্থেই বলা হয়েছে । তাই বেদের জ্ঞানকাণ্ড, অর্থাৎ, উপনিষদ, সনাতন সত্যরূপে মান্য । শংকরাচার্য বেদের পূর্বকাণ্ডের প্রবক্তাদের বিচারে পরাস্ত করে বেদের জ্ঞানকাণ্ডের প্রাধান্য প্রতিষ্ঠিত করেছেন । সেই থেকে বেদবিবর্তনের অন্তিম চরণ, বেদান্তই স্বীকৃত বেদের অলঙ্ঘনীয় শাশ্বত বাণীরূপে ।
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
Nilanjana Chakraborty, Sharmistha Chatterjee and 24 others
12 Comments
2 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment