Saturday 18 July 2020

FACEBOOK COMMENTS FROM DIFFERENT PROFILES ... 3

Sugata Bose Humour, indeed, is the signature of the intelligent.
Sugata Bose Maharaj, would you permit me to save this photograph of Swamiji for my future posts?
Sugata Bose Brilliant idea. I will do whatever you ask me to in bringing about the fulfilment of this dream project. Hope the dream sees fruition in phenomenal reality as well. It would be the prototype of many more in the Mission to come.
Sugata Bose আ্যনসিয়েন্ট এসোটেরিক মিষ্টীরি আমি বহু দিয়েছি এর আগে । আবার দেব অবশ্য । পড়তে ভুলবেন না কিন্তু । তবে এটি সকলের কাছে নিবেদন । এখানে চটুলতাপ্রকাশের কোনো স্থান নেই । কে কখন দেবেন তাঁর প্রতিবেদনটি, তা তাঁকেই নির্ধারণ করতে দিন তাঁর ইচ্ছানুযায়ী ও সময়, সুযোগের সুবিধা অনুযায়ী ।
Sugata Bose Ujjal Bhowmick সহমত ।
Sugata Bose Arindam Bose কখনই না । সত্য, ত্যাগ, তপস্যা, সেবা, চরিত্রগঠন -- এ সকল শাশ্বত বস্তু । আপাতস্তরে পরিবেশের সাথে পরিবর্তিত হলেও আভ্যন্তরীণ স্তরে এ সকল আদর্শ চিরস্থির সুমেরুসম ।
Sugata Bose Arindam Bose অবশ্যই ভাই, আজও । এ যে শাশ্বত আদর্শ ।
Sugata Bose Soumobrato Dasgupta রাগুক । সত্যভাষণ বিজয়ের পথের পথিক ।
Sugata Bose Soumobrato Dasgupta ঠিক । একজন তরুণী বেড়িয়ে যাবেন বলেছেন এই সম্মেলন থেকে কারণ এড্মিনিস্ট্রেটর (সঞ্চালক) কোনো দুর্বীনিত আচরণ করতে তাঁদের ন্যায় সদস্য-সদস্যাকে প্রতিহত করছেন । তাঁদের বহিরাগমন স্বাগত ।
Sugata Bose Amit Sarkar আপনি পড়তে থাকুন । সব জানতে পারবেন । তবে ইন্টারনেট থেকে খাপছাড়া পড়াশোনা নয়, যথার্থ পড়াশোনা, ভাল বই পড়া । ডিসেন্টশিয়েন্ট রিপোর্টটি ভালভাবে পড়ুন, তারপর অন্যান্য বই ।
Sugata Bose Ghosh Gorachand When? Can you furnish any authentic documentation to substantiate your claim?
Sugata Bose পঙ্কজ বন্দ্যোপাধ্যায় এ বড় মর্মপীড়াদায়ক অভিজ্ঞতা । তাই তো এই সাধারণ সংলাপ ও ভাব প্রক্ষালনকর্মে আত্মনিয়োযিত হয়েছি ।
Sugata Bose Ashim Banerjee তা সবক্ষেত্রে নয় । বহুজন বিভ্রান্ত । আর এই বিভ্রান্তি ছড়াচ্ছেন কিছু অপরিণত মানসিকতাসম্পন্ন মানুষ ও কিছু আত্মসার্থসচেতন বিদ্বজ্জন ।
Sugata Bose Ujjal Bhowmick পারেন, পারেন, পেরেই চলেছেন । কিন্তু তাঁদের সুভাষপ্রেমী বলতে সঙ্কোচ বোধ করি ।
Sugata Bose Sonu Mazumder স্বাগত !
Sugata Bose Sonu Mazumder অপরকে প্রমাণ ছাড়া নিজ মূঢ়তাহেতু বিশ্বাসঘাতক বলা শুধু অপরের প্রতি হিংসারই পরিচায়ক নয়, আত্মবিদ্ধংসি আচরণও বটে ।
Sugata Bose Sonu Mazumder ভুল । পরে আশা করি এ ভ্রান্তি দূর হবে ।
Sugata Bose Sonu Mazumder তাই হোক । সেই শুভকামনাই অন্তর থেকে করি ।
Sugata Bose Arindam Dey মানা নিষ্প্রয়োজন কিন্তু অবাঞ্ছিত ভাষাপ্রয়োগ করতে অবশ্যই প্রতিহত করব । যে যার ভাব প্রকাশ করুন সংযতভাষা হয়ে ।
Sugata Bose Arindam Dey আমার ভাবনা কারোর ওপর চাপাইনি কোনোদিনও, আজও নয় । কিন্তু এই সম্মেলন কুরুচিপূর্ণ হবে আর আমি সঞ্চালকরূপে তা দাঁড়িয়ে দেখব ও আরো ইন্ধন জোগাব তাতে, এ হেন মানসিকতার মানুষ আমি নই । তাছাড়া আমার ও সকল সুধীর নৈতিক কর্তব্য সমাজকে সুসংহত ও সংস্কৃতিসম্পন্ন পথে পরিচালিত করার । অন্তত সে কর্মে ব্রতী থাকার । নমস্কার নেবেন ।
Sugata Bose মহাশয়, ব্যাপারটি যেমন ভেবেছেন, তা নয় । লেখকের নাম ও তথ্যসূত্র না দিলে লেখা অনুমোদিত হবে না । এ ভ্রান্তিতে থাকবেন না যে আমি জানতাম না কথকের নাম ও তথ্যসূত্র । সম্মেলনের অনুশাসক ও সঞ্চালকরূপে বিষয়টি আপনার দৃষ্টিগোচর করা আবশ্যক মনে করেছি, তাই এই প্রতিবেদনে তার বিশেষ উত্থাপন । ( দ্রষ্টব্য : 'শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত' হতে উদ্ধৃত একটি অংশবিষয়ে লেখকের নাম ও তথ্যসূত্র জানাতে বলায় উপস্থাপক মহানুভবের বিদ্রুপের বিরুদ্ধে প্রত্যুত্তর ।)
Sugata Bose Durga Prasad Ramakrishna was one such and he did make the modern Buddha who is the inspired prophet here of these words of highest wisdom.
Sugata Bose Biswadip Biswas Each one of us in his own sphere. Each one of us through our individual contributions, in whatever way, in whatsoever measure, can bring about meaningful changes to the lives of these hapless ones who through dire poverty have forgotten, as Swamiji used to say, their very individuality.
Sugata Bose Sasanka Sekhar Ghosh Read Swami Vivekananda's Complete Works. Everything is provided there. Swamiji will be a better guide in this regard than me. So, I desist from further deliberation in this regard and leave it to Swamiji to illumine you should you deem my suggestion worthwhile in following.
Sugata Bose Sasanka Sekhar Ghosh Thank you for your well-thought out line of argument. It merits consideration. Hope it reaches the right ears. So, keep writing.
Sugata Bose Harshita Mishra Thank you, Harshita for your unfailing support.
Sugata Bose Manotosh Banerjee Yes, it does, to trigger an intellectual discourse. All forms of questioning, so long as they are not so profane as to hurt human sensitivities beyond a point of reasonable civility, are welcome in a democratic polity where discussion and deliberation thereof keep it alive and kicking.
Sugata Bose Bedabrata Pain Post them on your timeline and the responses will follow. For my part I keep posting spontaneously whatever triggers me on at the pertinent moment when I may be coming across a Facebook friend's post on my News Feed or some audiovisual element in a YouTube video that I may chance to be watching at that time or, perhaps, a passage in a book that I may be reading at the said hour. There is no prior planning or any political agenda that motivates me persistently as such which so prompts me to post my write-ups or messages, as the case may be.
Sugata Bose Prasanta Bhattacharya Extraneous to the content of the post.
Sugata Bose Partha Gupta I appreciate your sarcasm and the humour thereof.
Sugata Bose Haradhan Mukhopadhyay Spread the literature. This was the 'Ranganathananda refrain', and who else cared so much for the proliferation of Vivekananda literature and the dissemination of his thought across the world than the venerable Swami who spent a lifetime inspiring the people to rise in Self-consciousness for the betterment of the world, for the development of the nation and for individual welfare?
Sugata Bose Subhrajyoti Bhowmick Only the climatic conditions of the cold bear and the sheer size of the largely inhospitable eastern part of the country? What about her resolve to resist the foe that has twice broken the backbone of the invading enemy? Remember the Battle of Stalingrad, Marshall Zhukov and the Siberian armed attachments? How about the never-say-die attitude of the Russians and of the Red Army in World War II?
Sugata Bose John Embrey Lovely analysis.
Sugata Bose Soumitra Mahato No. They will be published later when they will be available en masse to the public.
Sugata Bose Tapan Bhattacharya এই আলোকচিত্রটি প্রয়াতা বিপ্লবী বেলা ঘোষ দুগরের । উনি প্রবাদপ্রতীম বিপ্লবী নেতা পুলীন বিহারী দাসের শিষ্যা ও অনুগামী ছিলেন। আপনি ভুল ছবি দিয়ে ফেলেছেন । উনি আমার বিশেষ পরিচিত ছিলেন এবং আমারই একটি পরিবেশন থেকে আপনি এই ছবিটি সংগ্রহ করেছিলেন । অনুগ্রহ করে তথ্যভ্রান্তিটি সংশোধন করে নেবেন । আমার শুভেচ্ছা জানবেন ও নমস্কার নেবেন ।
Sugata Bose Shubhalakshmi Bagchi No, I have not. Do you have? In which case could you share it?
Sugata Bose Shubhalakshmi Bagchi Must later see if I can gather one from Belur Math. But his (Panna Maharaj's) radiant image is imprinted on my mind and will live on there forever.
Sugata Bose Shubhalakshmi Bagchi No, I do not have one (photograph of Panna Maharaj).

No comments:

Post a Comment