Thursday 16 July 2020

ভাষার পুনর্গঠন


ভাষার পুনর্গঠন

বাংলা ভাষার পুনর্গঠন হওয়া চাই । যে সব শব্দ বা বাক্যবিন্যাস অতিমাত্রায় কোমলভাবের উদ্রেক করে, তা পরিত্যাজ্য । জাতির উত্থানকালে শক্তিসঞ্চয় প্রয়োজন । তাই ভাষা ও ভাবের দুর্বলতা পরিহারপূর্বক এখন ব্রহ্মবীর্যে প্রদীপ্ত হওয়ার সময় । কাপুরুষের ন্যায় ভাবকোমলতার আশ্রয়ে কালাতিপাতের অবকাশ এখন নেই ।

রচয়িতা : সগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment