Tuesday 14 July 2020

ভেবে দেখুন


ভেবে দেখুন
-----------------
যদি ব্যক্তিগত শরীর থাকে, ব্যক্তিগত বৃত্তি থাকে, তবে ব্যক্তিগত সম্পত্তি থাকাও স্বাভাবিক । শুধু অস্বাভাবিক এই যে, শরীর একটি, সম্পত্তি প্রভূত, নিঃস্ব অগণিত, তাই এ যুক্তি খাটে না । দান করা ভালো কিন্তু দাতার উপায় করার পন্থাই তো দুর্বলকে নিঃস্ব করে, পরে দানগ্রহণে নতচিত্তে প্রবৃত্ত করে । গোড়ায় গলদ --- লোভ ! এই তৃতীয় রিপুটি মানবকুলকে কর্মচক্রে ঘুর্ণায়মান রাখছে বিশ্বজুড়ে আর সভ্যতার রথ এগিয়ে চলেছে অগণিত পতিতের শায়িত শরীরের ওপর দিয়ে ঘর্ঘররবে । সভ্যতার স্বরূপ হল এই । নিঃসহায়ের কান্নার শব্দ কি ঐ পাচ্ছেন ?

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment