Sunday, 19 July 2020

ভাষার দুর্বলতা দূর হোক !


ভাষার দুর্বলতা দূর হোক !
---------------------------------

বাংলা ভাষাকে নতুন ওজস্বী ছাঁচে ঢেলে সাজাতে চেয়েছিলেন স্বামীজী । তা আজও হয়নি । কিন্তু স্বামীজী সিদ্ধসঙ্কল্প । তাঁর অপরিপূর্ণ কিছুই থাকে না । আসুন, ভাবে, ভাষায় ব্রহ্মবীর্য প্রকাশ করি । মাতৃভাষা বলিষ্ঠ হোক ! সংস্কৃতির নামে, সাহিত্যের নামে, সংগীতের নামে ইন্দ্রিয়পরবশতা দূর হোক !

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment