-------------------------------------
ছবি পেলে হল । পূজো শুরু হয়ে গেল । লেখাটি পড়ার আর অবকাশ কই ? প্রণামের প্রস্রবণ, প্রশস্তির প্লাবন ! ধন্য ভক্তি ! ঈশ্বরলাভ তো হবেই হবে । ধনতন্ত্র বলে কথা । ভগবানও জানেন যুগের হাওয়া কোনদিকে বইছে । তাই অম্লতানবদনে খাচ্ছেন প্রশস্তি আর নিচ্ছেন প্রণাম । তবে হ্যাঁ । প্রণামটি খাসা হওয়া চাই আর প্রচুর । এই, কোটিখানেক ! তবে এতবার ওঠবস করলে বিপদ আছে । তাই সাথে physiotherapist রাখা আবশ্যক । নচেৎ, পপাতচ !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment