-------------------------
স্বামীজীর বাণী ও রচনা দীর্ঘদিন পাঠ ও অনুধ্যান না করলে দেশের ক্ষিপ্ত ও বিক্ষিপ্ত জনতা নানা বিভ্রান্তির শিকার হবেন ও নেতিবাচক কর্মে প্ররোচিত হয়ে সাংস্কৃতিক আত্মহননে প্রবৃত্ত হবেন । তাই একান্ত আবশ্যক স্বামীজীকে অবলম্বন করে সুশৃঙ্খল ও সভ্য নাগরিকে রূপান্তরিত হওয়া ।
দেশসেবা সুদূরপরাহত বিশৃঙ্খল বাক্যবিস্ফোরণে । তাতে শুধু দেশের অশেষ ক্ষতিসাধনই হয় । আসুন, স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন জীবনচর্যায় প্রবৃত্ত হই ও আত্মচরিত্র গঠনপূর্বক স্বদেশসেবায় যথার্থভাবে নিয়োযিত হই ।
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment