Friday 10 July 2020

মা -- A LETTER TO OUR MOTHER

মা,
সবই তো ভেঙ্গে যায়, মা । একদিকে গড়া ও আর একদিকে ভাঙ্গা, এই তো চলেছে আবহমান কাল হতে । অনিত্য সংসারে মুহূর্তমাত্র স্হিতি, এই তো জীবনের পরিসর । এরই মাঝে নিত্যসত্য, নিত্যনিয়ন্ত্রী তুমি । অজ্ঞানমোহে আচ্ছন্ন আমি মা, কিছুই বুঝতে পারিনা । প্রহেলিকা ভেদ করে কার সাধ্য যদি না সদয় হও ? যবনিকা উত্তলনের সময় হল বুঝি, চৈতন্যর আলোকস্পর্শে উন্মোচিত হবে স্বাধীনসত্তা ব্রহ্মানুভূতির একক অবস্হানে । তবু বুত্থানকালে ফিরে ওই মাতৃচরণেই ঠাঁই নিতে হবে, গত্যন্তর নাই ।
অনিত্য সংসারে নিত্যের সন্ধানরত মানব যদি অনিত্যেরই মাঝে সেই পরমপদকে খোঁজে, তাহলে বিফলকাম হবেন । আদর্শকে খাটো করে সত্যসিদ্ধি হয় না, তাই চাই আপোষহীন মনোভাব । স্বামীজী বলতেন, "সত্যের জন্য জগতের সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনোকিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না ।" অথচ, মানুষ তাঁর নিজ অবস্হানে সেই চূড়ান্ত সত্যকে জীবনে বরণ করার জন্য সর্বক্ষেত্রে প্রস্তুত প্রায়ই থাকেন না । তাহলে কি তাদেঁর আদর্শচ্যূত জৈব জীবনই শুধু ধারণ করতে হবে ?
ক্রমশঃ ...
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
Image may contain: 1 person, standing
Nilanjana Chakraborty, Susanta Mullick and 65 others
5 Comments
7 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment