Sunday 9 June 2019

বন্দে মাতরম ! ... ১

বন্দে মাতরম ! ... ১
-------------------------
আজ দেশ তমোগুণের সাথে যুঝছে | তাই এত দ্বন্দ, দ্বেষ, হিংসা, বিক্ষোভ | কিন্তু এদিন থাকবে না | শিক্ষার প্রসার হচ্ছে | স্থিতি আসবে অবশ্যই | সংস্কৃতির আলোকে উদ্ভাসিত ভবিষ্যৎ মানুষ দেশপ্রেমে উদ্বোধিত হয়ে সোনার দেশ গঠন করবে, অবশ্যই জানি | সনাতন ধর্মের নব অভ্যুত্থানে ভারত পুনঃ মহিমান্বিত হবে ও ' জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে | ' ক্রান্তদর্শি কবির এই ভবিষ্যদ্বাণী ফলবে, এ কথা স্বদেশপ্রেমী বহু মানুষেরই বিশ্বাস, আর এর ঐতিহাসিক যৌক্তিকতাও আছে |
বন্দে মাতরম !
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment