Monday 3 June 2019

সংস্কৃতির পতন ও উত্থান

সংস্কৃতির পতন ও উত্থান

রবীন্দ্রনাথ ' সভ্যতার সঙ্কট ' লিখেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে | আর আজ নিত্য সভ্যতার সঙ্কট | অমার্জিত ভাষা প্রয়োগ, অহংকার ও উগ্রভাব প্রদর্শন, নাটকীয়তার নিদর্শন -- আজকাল রাজনীতির রঙ্গমঞ্চে নিত্য পরিদৃশ্যমান | এ হেন অবস্থা যে হবে, তা মহামায়ার অবশ্য অবগত ছিল, তাই অগ্রেই কবিকে পাঠিয়েছিলেন বাংলার সাংস্কৃতিক অবক্ষয় রোধ করতে |

যখন ধর্মগ্লানি উপস্থিত হয়, তখনই সংস্কৃতিরও অবনমন ঘটে ও তখনই অবতারের আবির্ভাব হয় | আজ ধর্মের ঘোর সংকটকাল | বিশ্বে, রাষ্ট্রে, বঙ্গপ্রদেশে -- সর্বত্র এই সাংস্কৃতিক অবক্ষয় আজ পরিলক্ষিত হচ্ছে | এর প্রতিকারও হবে | ক্রিয়ার প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী এবং সমন্বয়ও তারই পরিণতি | এতো শুধু নিউটনিয়ন মেক্যানিক্স নয়, হেগেলিয়ন ডায়ালেক্টিক্সও নয় | এ যে জীবনের ধর্ম যার সুত্রাকার উল্লেখ পাই আমরা দার্শনিকের রচনায় | জীবনের ধর্ম এই কর্মবাদ, নিরন্তর ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রবাহ | তাই অবক্ষয়ই শেষ কথা নয়, উত্থানও আছে ভবিষ্যতের গর্ভে | আসুন, এই সাংস্কৃতিক উত্থানকল্পে আমরা যত্নবান হই | সকলের মিলিত প্রচেষ্টায় ধর্মচক্রের যাত্রাপথ প্রশস্ত হোক |

বন্দে মাতরম !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment