কেবা সেবা করে ?
ঈশ্বরের আর কী সেবা করব ? তিনি তো জন্মের বহু পূর্বেই জগৎ জুড়ে সেবা করেই রেখেছেন, তার ভোক্তা এখন আমরা | তাঁর সেবার অন্তর্গত আমার অস্তিত্বও | তাই তাঁকে কিছু দেব, এ শুধু বাতুলতা, ধৃষ্টতাই নয়, এ চূড়ান্ত অজ্ঞানতাপ্রসূত অনৃতভাষণ |
সেবা করার অধিকার শাস্ত্রসম্মত বটে কিন্তু তাও সেবকের নিজস্বার্থে সংঘটিত হয়, ঈশ্বর সে সেবা গ্রহণ করেন অহেতুকী কৃপায় | তিনি তো পূর্ণ | তাই তাঁর কোনো কিছুরই অভাব নেই, প্রয়োজনও নেই | শুধু লীলাপরবশ হয়ে প্রেমাকাঙ্ক্ষী হয়ে পড়েন ও ভক্তের পরিপূর্ণতালাভের প্রয়াসে এই সেবা-প্রেমরূপ লীলানাট্যে মুখ্য ভূমিতায় মহানায়কের চরিত্রে অংশগ্রহণ করেন |
রচিয়তা : সুগত বোস (Sugata Bose)
ঈশ্বরের আর কী সেবা করব ? তিনি তো জন্মের বহু পূর্বেই জগৎ জুড়ে সেবা করেই রেখেছেন, তার ভোক্তা এখন আমরা | তাঁর সেবার অন্তর্গত আমার অস্তিত্বও | তাই তাঁকে কিছু দেব, এ শুধু বাতুলতা, ধৃষ্টতাই নয়, এ চূড়ান্ত অজ্ঞানতাপ্রসূত অনৃতভাষণ |
সেবা করার অধিকার শাস্ত্রসম্মত বটে কিন্তু তাও সেবকের নিজস্বার্থে সংঘটিত হয়, ঈশ্বর সে সেবা গ্রহণ করেন অহেতুকী কৃপায় | তিনি তো পূর্ণ | তাই তাঁর কোনো কিছুরই অভাব নেই, প্রয়োজনও নেই | শুধু লীলাপরবশ হয়ে প্রেমাকাঙ্ক্ষী হয়ে পড়েন ও ভক্তের পরিপূর্ণতালাভের প্রয়াসে এই সেবা-প্রেমরূপ লীলানাট্যে মুখ্য ভূমিতায় মহানায়কের চরিত্রে অংশগ্রহণ করেন |
রচিয়তা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment