সাধুর অভিশাপ হতে সাবধান !
সাধুর অভিশাপ হতে সাবধান !
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
হিন্দুদের সহিষ্ণুতাকে প্রতিপক্ষ যেন দুর্বলতা বলে ভুল না করেন | সংযম শক্তিকে পুঞ্জিভূত করে, ব্যয়িত করে না | কিন্তু পুঞ্জিভূত শক্তি ভীষণাকার ধারণ করে অতিরিক্ত প্ররোচিত হলে | তখন হিন্দু স্বধর্মরক্ষায় আত্মবলিদানে পশ্চাদপসরণ করেন না | শান্ত হিন্দু তখন ক্ষাত্রবীর্যে বলীয়ান হয়ে রণতাণ্ডবে মেতে ওঠেন | ইতিহাস এর সাক্ষ্য দেয় | গুরু গোবিন্দ সিংহ এর প্রকৃষ্ট প্রমাণ | স্বর্ণাক্ষরে লেখা স্বধর্মরক্ষায় তাঁর পূর্ণ পরিবারের অপূর্ব বলিদান | ছত্রপতি শিবাজীর মোগলনাশযজ্ঞ, দয়ানন্দ স্বামীর হিন্দুসংগঠন, বিবেকানন্দ-প্রণবানন্দের হিন্দুজাগরণ ও আরও আধুনিক কালে গোপাল মুখপাধ্যায়ের (গোপাল পাঁঠার) হিন্দুহননের যথাযথ প্রত্যুত্তর আশা করি হিন্দুবিদ্বেষীগণ ভুলে যান নি |
হিন্দুদের যথেচ্ছ ধমকানো, হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে বন্দুকধারী গুণ্ডা প্রেরণ, হিন্দু সন্ন্যাসীদের লাঞ্ছনা, তাঁদের সম্বন্ধে অপভাষণ, হিন্দুদের গণহননের হুমকি, হিন্দুর দেবদেবীর যথেচ্ছ অবমাননা, সংস্কৃতির নামে জঘন্য বিবরণ, এ সবের মাত্রা ক্রমশঃ সহ্যের সীমা অতিক্রম করতে চলেছে | এর প্রতিফল অবশ্যই পাবেন যাঁরা হিন্দুর সর্বনাশসাধনে নিত্য নিয়োজিত | কিন্তু সহনশীল হিন্দুর ধৈর্যের বাঁধ এখনও ভাঙেনি | সাবধান ! সাধুর অভিশাপ ভয়ঙ্কর ! তা কিন্তু লঙ্কাদহনের ক্ষমতা রাখে | অতএব ঐহিক শক্তিতে প্রমত্ত হয়ে ঐশী শক্তির পরিক্ষা নেবেন না | সব ভস্মীভূত হবে দশাননের স্বর্ণলঙ্কা যথা | সন্ন্যাসীর শাপ হতে সাবধান !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment