Wednesday, 22 May 2024

MESSAGES GALORE ... 72


MESSAGES GALORE ... 72


1. হিন্দুত্ববাদী তো বিশ্বমানবতায় সহজাতভাবেই বিশ্বাসী | এটাই তো তার ধর্ম | তাহলে তাকে সাম্প্রদায়িক বলা হয় কেন ? হিন্দুত্ব হিন্দুধর্মেরই ক্ষাত্রভূষণ | 


2.

কখনও শুনি না সেকিউলারদের মুখে ইসলাম ও খৃষ্টধর্ম সাম্প্রদায়িক যদিও তারা ঠিক তাই | এরা কেবল হিন্দুত্ববাদীদেরই সাম্প্রদায়িক পায় যা কিনা তত্ত্বগত ও তথ্যগত, উভয়ভাবেই সর্বৈব মিথ্যা |


আলোকচিত্র : সিংহসন্ন্যাসী প্রদীপ্তানন্দ স্বামী [কার্তিক মহারাজ (ভারত সেবাশ্রম সংঘ)]


3. ভরাডুবি রে ! এই গেল, গেল ! আর টিকবে না | যা শুরু হয়েছে ? ফের নন্দীগ্রাম | কর্মফল !


4. কাপুরুষদের সাথে তর্ক করতে ভাল লাগে না | বৃথা সময় নষ্ট, শক্তিক্ষয় | ওদের এখনও বোঝার সময় আসেনি যে হিন্দুুরা বিপন্ন | 🕉 হিন্দু!


5. রাজনৈতিক কর্মী, সন্ন্যাসী, সেবাকর্মী---কেউ বাদ যাচ্ছে না বর্তমান শাসকের প্রকোপ হতে, প্রহার হতে, হুমকি হতে, ধমক হতে | এগিয়ে বাংলা !


6. In Bangladesh life is hell for the Hindus. West Bengal is following suit. A second Bangladesh in the making.


7. DW DOCUMENTARIES ON ISLAM 


This is for the pseudosecular people who are not as patriotic as they pretend. Nonetheless, they'll grow wiser after watching this. If not, poor fellows will have to wait for wisdom till the frightful force falls on them. And it is coming. Bangladesh is witnessing it. Next is West Bengal. Wake up, sons, lest it be too late.


https://youtu.be/VoPyuD6flUk?si=ZW7hHePoQYQLYrZU


For the pseudosecular people yet again. The truth in all its brutality which in India they deny but which DW here exposes in all its nakedness. Pretenders, wake up. Cowards, be convinced.


https://youtu.be/J6DxXI6wD8U?si=v9ZzSmIlKPQk05Fh


A third video for the pseudosecular preachers who pretend patriotism but in essence are patently working against national interest.


https://youtu.be/pD58Dj648gM?si=5PmSsoVep_XnnAcx


8. যার স্বামীজীতে শ্রদ্ধা নেই, তার ভগবানে বিশ্বাস আছে বলে বিশ্বাস করি না |


9. 'টাকা মাটি, মাটি টাকা' না হলে আদর্শ দাঁড়াবে না | এখন অবশ্য 'যত মাটি, তত টাকা'র যুগ |


10. What motivates pseudosecular Hindus to spew venom on Hindutvavādis while absolving Islamists of their jihādi agenda? Cowardice.


11. যাঁরা সোজা কথা সোজা বলতে পারেন না, ঘুরিয়ে পেঁচিয়ে বলেন কুঁতিয়ে কুঁতিয়ে, তাঁদের কিছু গোলমাল আছে |


12. সাধু তিনি যিনি সরল, অকপট, অবিদ্যামায়া আশ্রয় করেন না, নিন্দাস্তুতির ঊর্ধ্বে থাকেন, সুখেদুঃখে অবিচল, সকলের প্রতি সমভাবাপন্ন |


13. ব্রাহ্মণত্বের পতনেই বাংলার বর্তমান অধঃপতন | ব্রাহ্মণকুল অতিমাত্রায় নাস্তিক কমিউনিস্ট হওয়ায় বাংলার সর্বনাশ সাধিত হয়েছে |


14. ঠাকুরের মন্ত্রে মহাশক্তি | খুব জপো | 🕉 


15. সকলের কল্যাণ কামনা করলে কালে মহা শক্তি লাভ হয় |


16. Charaiveti ! Onward ! The goal is near and is within. Must be reached in this very life. The delusion drops and there you are.


17. Why convert the Hindu who is freer than you can ever make him/her even with divine grace? The Hindu is the Atman, the ever-free.


18. The world is being heavily harmed by Islamic and Christian conversion. Stop it immediately.


19. It is bliss to work and bliss to suffer, bliss to live and bliss to die. It is bliss to feel that I am bliss. Bliss, bliss everywhere.


20.


মমতা বন্দ্যোপাধ্যায় সন্ন্যাসীদের কোপ হজম করছেন এখন | পারবেন তো সত্ত্বগুণীর কোপ সামলাতে ? মধুকরের মৌচাকে হাত দিয়ে ফেলেছেন এবার | হুল ফুটবেই |


21. Sannyasis resisting Islamisation of West Bengal and wicked 'secular' pretenders to patriotism sleeping to the danger.


22. Were it not for Dr. Syamaprasad Mookerjee West Bengal would in 1947 have been attached to Pakistan. And yet Hindu-majority West Bengal is fast becoming Islamised, courtesy the vote-seeking politicians who have allowed Islamists to gain ground here over the last six decades. Unless Hindus wake up, their fate as in Bangladesh is sealed. The sannyasi long march today is a step in the right direction. But it needs a follow-up continuous programme to awake Hindus from their self-induced slumber.


23. শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় আগত কারণ সাধু সমাজ নিগৃহীত আজ | কিন্তু তিনি কোন অসুরকে বধ করবেন ? ভাবছেন ভগবান |


24. 


সাজ, সাজ, সমরে সাজ |


সাধু সমাজ লাঞ্ছিত আজ ||


25. মোদী-মমতার এই এক সমস্যা, খালি 'আমি', 'আমি' করে | ঠাকুর বলেছেন, 'হাম্বা', 'হাম্বা' করলে দুর্গতি অশেষ | আবার মমতা তো 'হাম্বা', 'হাম্বা'ও করে |


26. 28 May to 26 July, 2024---no meeting or procession will be allowed in Kolkata by police order under Section 144.


27. Is this a democracy or a dictatorship? Section 144 imposed on Kolkata by Kolkata Police from 28 May to 26 July, 2024.


28. West Bengal getting alarmingly Islamised. Better that we get saffronised than Islamised. Saffron is our civilisational colour.


29. Dr. Syamaprasad Mookerjee's West Bengal this is. It cannot be allowed to be Islamised under any pretext. He fought to wrest it from the clutches of Jinnah and we chose to ungratefully forget our debt to him. We have paid the price. But thus far and no more. West Bengal must not be allowed to precipitate into a second East Pakistan/Bangladesh. Sanatanis, awake!


30. অনৃতভাষণে পটিয়সী কি সাধুর সত্যশক্তির কাছে টিকতে পারবেন ?


31. India should forthwith be declared a Hindu Rashtra. It is high time to do so. Sannyasis under attack. This is intolerable from our civilisational perspective.


32. হিন্দু, ঐক্যবদ্ধ হও | 🕉 হিন্দু!


33. হাজার বছর বাদে ২০১৪তে তো স্বাধীনতা পেলাম |


34. আমি সাম্প্রদায়িক হিন্দু | আগে স্বধর্মরক্ষা, পরে বিশ্ববরণ |


35.


আমি হিন্দু | সম্পূর্ণ সাম্প্রদায়িক | এবং ততদিন সাম্প্রদায়িক থাকব যতদিন সাম্প্রদায়িক মুসলমান, খৃষ্টান, কমিউনিস্ট ও সেকিউলাররা হিন্দুর সর্বনাশসাধনে উদ্যত থাকবেন | তাঁরা তাঁদের প্রকল্প পালটান, সকলকে পূর্ণপ্রাণে স্বীকার করে নিয়ে আলিঙ্গনবদ্ধ বিশ্বজনীন হ'ন, আমিও হব |


36.

এটি স্বদেশ মন্ত্র কিন্তু সম্পূর্ণ হিন্দু মন্ত্র | তাহলে স্বামীজীর দৃষ্টিতে স্বদেশের অধ্যাত্ম সভ্যতা ও সংস্কৃতি কি তা প্রমাণিত |


37.


A study in contrast. Top, the valorous Bharat Sevashram Sangha monk, Kartik Maharaj (Swami Pradīptānanda), who is leading from the front in defence of persecuted Hindus in West Bengal, and bottom, Swami Suvirānanda, General Secretary, Ramakrishna Math and Ramakrishna Mission, who is cautiously guiding the Mission through troubled times when even monks of his Order are facing the barrel of the gun from goons. [Refer vandalism at Sevak House, Siligiru, Ramakrishna Mission, Jalpaiguri.]


38. Muslims by the masses will convert to the Sanatan Dharma soon. This will come to pass.


39. Do not be rude to a polite person if your nature can help it. If it can't, refrain from socialising by all means.


40. সৌজন্যের প্রতিদান অসৌজন্যের দ্বারা দেবেন না | আত্মগরিমায় স্ফীত হয়ে ধরাকে সরা জ্ঞান করবেন না | কি হবে দিবারাত্র 'আমি', 'আমি' করে ?


41.

স্বামীজীর আরতি হচ্ছে বীর সনাতনী সন্তানের হাতে | এও এক অগ্নিমন্ত্রে দীক্ষা | ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ (স্বামী প্রদীপ্তানন্দ) ও আর এক সন্ন্যাসী মহারাজ | স্বামীজী সমস্ত সনাতন সমাজের | এই দুই সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের নন, অথচ তাঁদের কী অগাধ স্বামীজীপ্রীতি ! 🕉 হিন্দু !


42. আশ্চর্য, এমনই 'স্বামীজী' নামের মহিমা যে রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ, শরৎ মহারাজ, শশী মহারাজ ইত্যাদি বলে সম্বোধন করলেও কেউই নরেন মহারাজ বলেন না | অবশ্য নরেন মহারাজ বলে একজন মিশনের সাধু ছিলেন | তাঁকে সবাই সেই নামেই ডাকতেন | তাঁর কথা এখানে হচ্ছে না |


43. 


The world is largely ignorant of the Sanatan Dharma. Other than the ISKCON movement there has not been a worldwide Hindu movement of note in recent times. This ignorance is killing the world. It is time to go out preaching the message of the Rishis and the Avatars to every nook and corner of the world. Prepare for that. The treasures of the Vedas are to be thrown broadcast over the length and breadth of the world.


44. পশ্চিমবঙ্গে ১৬,০০০ থেকে বেড়ে এখন ৪০,০০০ ইমাম, অর্থাৎ, ৪০,০০০ মসজিদ | এখনও বলছেন বাংলাদেশের পথে হাঁটছে না পশ্চিমবঙ্গ ?


45. ভগবান পূর্ণ শূন্য, শূন্য পূর্ণ ব্রহ্মাবস্থায় ; মায়াশক্তিতে অনেক | ১, ২, ৩, ৭, ৩৩ কোটি সবই ওই অনেকের অন্তর্গত | তাই একেশ্বরবাদ (monotheism) দার্শনিকভাবে দাঁড়ায় না |


46. ভগবান মানুষের ভান করছেন | এই তো মায়া | আবার ভগবান মানুষরূপে অবতরণ করছেন | এই তো কৃপা |


47. Why is West Bengal so violent? Every General Election sees horrible deaths. What a criminalisation of politics here of late!


48. Good people must become brave. Else wickedness will gain ground.


49. মন গুছোতে হবে, জগৎ নয় | পবিত্র মনের পবিবেশ ওমনিই সুন্দর হয়ে উঠবে |


50. লোকব্যবহার মধুর হলে মন মধুর হবে |


51. পবিত্রতার অপর নাম শান্তি | বার বার বলে বলে শান্তি নিক্ষেপ করতে হবে নাকি ?


52. এ শরীর আমি নই | এ শরীর ? সেও আমি |


53. অপরের সুখে যে কষ্ট পায়, তার মনের কষ্ট আর ঘোঁচে না |


54. কাপুরুষতার আর এক নাম বিস্মরণ |


55. দুর্বৃত্তের সাথে আপস করা অরাজনৈতিকতা নয়, চূড়ান্ত কাপুরুষতা | স্বামীজী কাপুরুষতা ঘৃণা করতেন |


56. বহুত্বে একত্ব---বটেই তো | তাহলে চলুন, বাঘ নারায়ণকে আলিঙ্গন করি |


57. Like দেবে না কিন্তু খোঁচা মারা চাই | ওঁত পেতে থাকে কখন ulcerএ বসা যায় | মক্ষিকাসম বৃত্তিশীল সব !


58. বাঙালীর ভীষণ বুদ্ধি, তাই ভয়ানক ভয় |


59. বলি, রাজনীতিতে ধর্ম না এলে নীতি থাকবে কি করে ? নীতিশাস্ত্রের ভিত্তিভূমি ধর্ম |


60. সর্বধর্মসমন্বয় বটেই | কিন্তু অধর্মের সাথে ধর্মের সমন্বয় নয় | মূলতঃ বিভাজনসৃষ্টিকারি অধর্মের সাথে সনাতন সত্যধর্মের সমন্বয় কেমন করে সম্ভব ?


61. আগে আমি গীতা পড়ব, পরে আমি কোরান পড়ব | তা কেন ? গীতা, কোরান এক সাথে পড়ব যাতে মিত্র, শত্রু উভয়কেই সমভাবে চিনতে পারি |


62. আগামী কয়েক দশক মুসলমানের সংখ্যা ভারতীয় উপমহাদেশে যেমন দ্রুতগতিতে বাড়বে তেমনি লক্ষ লক্ষ লোক ইসলাম ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ করবে |


63. বড় ভীতু আমার ফেসবুক বন্ধুরা | পাছে ফেঁসে যায় |


64. Comment করলে share নয় | Share করলে comment নয় | Like দিলে আর কিছুই নয় | দিব্যত্রয়ী [like, comment, share] একসাথে হচ্ছেই না |


65. সংস্কৃত না জানলে ব্যকরণের বারো বাজবে | তাই হচ্ছে এখন | ওহে ভট্টাচার্য, কমিউনিজম ছেড়ে আবার বৈয়াকরণ হও |


66. আচ্ছা, মোদী কি এবার পাবে গদি ?


67. চরিত্রগঠনের একটি অপরিহার্য দিক হল সাহসিকতা, প্রতিমুহূর্তে মরতে প্রস্তুত থাকা | ভয়কে জয় করাই পবিত্রতার পরিচয়, ধার্মিকতার লক্ষণ |


68. জীবনে একমাত্র সেই বাঁচে যে মৃত্যুকে আলিঙ্গন করে পথ চলে | ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীরা এই রকম ছিলেন |


69. আমাকে যে কাফির বলে, আমি তাকে ভাই বলব ? এ কেমন ভ্রাতৃত্ব ?


70. হিন্দুরা সংখ্যগুরু আজ, তাই সংখ্যালঘু মুসলমানরা সাংবিধানিক অনেক বেশী সুযোগ সুবিধা পায় | কাল হিন্দুরা সংখ্যালঘু হলে এইসব সুযোগ সুবিধা পাবে তো ?


71. আজ হিন্দু রাষ্ট্র হতে দিতে এত হিন্দু বাধা দিচ্ছে | কাল ইসলামিক রাষ্ট্র হওয়ার পথে কিন্তু মুসলমানরা বাধা দেবে না | এই প্রভেদ !


72. কমেন্ট করলে বাবা লাইক দেব না, লাইক দিলে কমেন্ট করব না, আর শেয়ার করলে বাকি দুটো দেব না | আমরা একেশ্বরবাদী |


73. নতুন উদ্যমে লাগতে হবে বিবেকানন্দপ্রচারে | শুরু হ'ক বাণীবিস্ফোরণ |


74. আদর্শকে যদি খর্ব করো, তো ত্যাগ কোথায় ?


75. ত্যাগী, হেমচন্দ্র ঘোষকে দেখে শেখো | এর নাম বিবেকানন্দভক্তি |


76. বজ্রবাণী অগ্নিময়, হৃদয়ে সিংহসাহস | তবে তো বিবেকানন্দ-অনুগামী |


77. Cast aside soft sentimentality and arise, O lions, in defence of the Dharma.


78. সমস্যাকে আবৃত করায় সমাধান নয়, সমস্যার মোকাবিলা করায় সমাধান | স্বামীজী বলছেন, "Face the brute."


79. কর্মে যদি সেবাবুদ্ধি না থাকে তো অহংকার এসে পড়ে | আর অহংকার এলেই কর্মনাশ | আর কর্মনাশেই ধর্মনাশ |


80. Of course Muslims are equal citizens of this land and as such they should give up their supremacist religious notions and jihad.


81. Many of us are unfit to receive Ramakrishna. Our chants of 'Jai Ramakrishna' to the neglect of his message is sickening.


82.


রত্নগর্ভার রত্নসম্ভার : নরেন্দ্রনাথ, মহেন্দ্রনাথ, ভূপেন্দ্রনাথ | বিশ্বনাথ-ভূবনেশ্বরীর ত্রিরত্ন |


83. It is a shame that Bharat Sevashram Sangha, Ramakrishna Mission and ISKCON, the three premier Sanatan spiritual organisations, have of late been under attack in West Bengal with the Chief Minister leading the assault. Whither the famed Bengali bhadralok's civility? It is now a despicable rogue culture ruling Bengal.


84. ভয় কিসের ? ভয়কে জয় করাই জীবন |


85. মানুষকে 'taken for granted' করা উচিত নয় | সাধুকে তো নয়ই | তাঁকে দুর্বাক্য বললে ভগবানের অভিশাপ ঘনিয়ে আসে | কে বাঁচাবে ? ওই সাধুই |


86. Hindus request Muslims and Christians not to convert them by citing their scriptural injunctions. This will avoid undue inter-community friction. If Muslims and Christians are sincere about inter-faith harmony and are not putting up a pretence while continuing with subterfuge conversion, there will be less distrust of them and greater social amity.


87. 


মরণ যাহার সাথী,


জীবন তারে কি দিবে ?


88. নির্ভয় হও | জাগো ! 🕉 হিন্দু !


89. গান্ধীজী পশ্চিমবঙ্গে সম্পূর্ণ বিফল | যা হিংসা এই রাজ্যে আপাদমস্তক, তা মধ্য এশিয়ার সাংস্কৃতিক চিহ্নসকল বহন করে |


90. ভারতে ইসলামীয় আক্রমণেই সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে যার অবসান আজও হয়নি | অবশ্য ২০৭১এর অক্টোবরে এর পূর্ণ অবসান হবে, বাংলাদেশে সংঘটিত ২০২১এর অক্টোবরে দূর্গাপূজার সময় হিন্দুনিধনের ৫০ বর্ষ পূর্তির কালে |


91. যদি স্বার্থপর হতে হয়, তো বৃহৎস্বার্থপর হওয়া ভাল | জগৎস্বার্থে নিজের স্বার্থ দেখা যাক |


92. প্রাতঃআহ্বান---সাহসী হও | জাতির কল্যাণের প্রতি অনীহা ত্যাগ কর' | স্বার্থের ক্ষুদ্র গণ্ডি ভেঙে ধর্মরক্ষা কর' |


93. The more we spread the Sanatan Dharma in the world, the better for us as a nation. Swamiji has said that it is our best foreign policy.


94. In an exploitative society even charity goes back to the exploiter for the system drains all wealth eventually upwards.


95. Brute capitalism is not civilisation. Income disparities must be bridged.


96. A 5 trillion dollar economy may qualify India to be a 'Vānijyaguru' in some sense but certainly not a 'Vishvaguru' in the spiritual sense.


97. সাধারণ মানুষ শৈশব হতে প্রায় উত্তীর্ণ হতে জীবনেও পারেন না কারণ তাঁরা ছবিতেই আবদ্ধ থাকেন আজীবন যেমন শৈশবে |অর্থাৎ, আজীবন বাল্যাবস্থা |


98. সাধারণের ভাব, তত্ত্ব, বিষয়াদি বাদ দিয়ে প্রতিকৃতিপ্রীতি ইঙ্গিত করে তাঁদের আজীবন বাল্যাবস্থা |


99. আদিম যুগ হতে মানুৃষ সঞ্চরণকারি | তাই মানুষ এত বেড়াতে ভালবাসে | বিচরণগুণ তার স্নায়ুতে নিহিত |


100. If daily scriptural indoctrination inspires you to hate the kaffir Hindu, how can you ever befriend him, call him kith and kin?

No comments:

Post a Comment