Tuesday 21 May 2024

ইচ্ছাকৃত ভুল ?


ইচ্ছাকৃত ভুল ?

☆☆☆☆☆☆☆


"যত মাটি তত টাকা |" এ কথা নাকি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন | এমন কথাই নির্বাচনী বক্তৃতামঞ্চ হতে বললেন সর্বজ্ঞা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | অবশ্য উনি সত্বর সংশোধনে সিদ্ধা | পরমুহূর্তেই যেন মনে পড়ে যায় সঠিক কথাটি---'টাকা মাটি মাটি টাকা |' 


মুখ্যমন্ত্রীর প্রথম বক্তব্যটি কিন্তু তাৎপর্যপূর্ণ | 'যত মাটি তত টাকা |' যার যেমন ভাব, তার তেমন লাভ | এ রাজ্যের অবাধে সঞ্চরণকারী ভূমি মাফিয়ারা তো 'যত মাটি তত টাকা'তেই বিশ্বাস করে | মুখ্যমন্ত্রী কি তাদের ভাবের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছিলেন মুহূর্তের জন্য ? আর কোন অধিকারে তিনি ঠাকুরের মহামন্ত্র পরিবর্তন করেন ক্ষণেকের জন্যও ? হিন্দু মন্ত্রের, মহাবাক্যের, বাণীর অপপ্রচার বন্ধ হ'ক | মূর্খামির তো অন্ত থাকা চাই |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment