এটা কি ঠিক হল ?
এটা কি ঠিক হল ?
☆☆☆☆☆☆☆☆☆
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন ও ইসকন সম্বন্ধে নিন্দনীয় মন্তব্যের কোন প্রতিবাদ তো করলেনই না রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, উপরন্তু যেন ধামাচাপা দিলেন এক প্রকার ব্যাপারটা এই বলে যে মুখ্যমন্ত্রী হয়ত ভুল তথ্য পরিবেশিত হয়েছিলেন তাঁর সচিবদের দ্বারা | ওই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা যে রামকৃষ্ণ মিশন অরাজনৈতিক একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দের আদেশ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছেন তাঁরা শতাধিক বর্ষ ধরে | এর মধ্যে নানা মতাদর্শের নানা সরকার এসেছে সেই ইংরেজ শাসনকাল হতে অদ্যাবধি | তাঁরা কেউ কেউ কখনও কখনও মিশনকে সাময়িক কালের জন্য ভুল বুঝেছেন কিন্তু কালক্রমে সে ভ্রান্তি সত্যের আলোয় দূর হয়েছে |
মহারাজ বেগ পাচ্ছিলেন কথাগুলো বলতে এবং বেশ কষ্ট করেই নিজেকে সংযত রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান রক্ষা করে চলেছিলেন | সাধুজনোচিত সংযম রক্ষা করে গেলেন 'রিপাবলিক বাংলা'র সম্পূর্ণ সাক্ষাৎকারটিতে | একবারও দোষারোপ করলেন না মুখ্যমন্ত্রীকে তাঁর দুর্ভাষণের জন্য |
কিন্তু এই আচরণ কি সম্পূর্ণ সমর্থনযোগ্য ? সন্ন্যাসী তো জগদ্গুরু | তাঁর তো শাসককে শাসন করার অধিকারও আছে, বিশেষতঃ যেখানে রামকৃষ্ণ মিশনের সুনাম জড়িত ও যাকে কলঙ্কিত করার অপপ্রয়াস মুখ্যমন্ত্রী করেছেন, হয় ভুলবশতঃ, নয় জেনেশুনেই সুপরিকল্পিতভাবে | মহারাজের সন্ন্যাসীসুলভ এই সংযম ও সুখেদুঃখে সমভাব ব্যক্তি যতিরূপে প্রশংসনীয় বটে কিন্তু সংঘপরিচালকরূপে রাজ্যশাসকের এই অধর্মাচরণের প্রতি যথোচিত তিরস্কার না করা কি ধর্মাচরণ হল ? এতে কি দুষ্টদমনের পরিবর্তে দুষ্টপালন হয়ে গেল না ? এ হেন আপস কি ভারতবর্ষের তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সাজে ? এই কি কাম্য আমাদের লোকগুরুর কাছে যিনি কিনা সর্বসাধারণকে পথ দেখাবেন নৈতিকতার, সবলতার ও অবিদ্যাশক্তির সাথে মোকাবিলা করার ?
হয়ত আমার বিচার এক প্রকার ভুল | মহারাজই হয়ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন যথার্থ, কারণ মিশনকে এই সরকারকে নিয়েই চলতে হবে | কিন্তু সাধারণ ভক্তরা যে এই নিদর্শনে আরও ক্লীব হয়ে পড়বে | তাদের কি হবে ? হিন্দু তো আরও দুর্বল, আরও বিভ্রান্ত হয়ে পড়বে কেমন করে সে দুষ্টের সাথে যুঝবে | অনেকে খুশী, অনেকে হতাশ, অনেকে ক্ষুব্ধ মহারাজের আপাতআপস দেখে, যেন তিনি যেনতেনপ্রকারেণ মমতা বন্দোপাধ্যায়কে অভিযোগমুক্ত করতে ক্লেশসাধ্যেও তৎপর | 🕉
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
আলোকচিত্র : সৌজন্যে Belur Math website
https://youtu.be/_in4Y19IqI8?si=baoCZjmuWNMFh_AE
No comments:
Post a Comment