প্রত্যুত্তরের প্রত্যুত্তর
প্রত্যুত্তরের প্রত্যুত্তর
☆☆☆☆☆☆☆☆☆
পুরুষ সিংহের ন্যায় বেদান্ত প্রচার কর্তব্য অনাত্মার [দেহমনের] মায়া ত্যাগ করে একেবারে শত্রুর দূর্গের মধ্যে প্রবেশ করে | মিষ্টি মিষ্টি ভাষায়, মেয়েলী ভাবভঙ্গি করে নিজেকে সুরক্ষিত রেখে এ কাজ নিরর্থক, নিষ্ফল |
"তেলা মাথায় তেল দিয়ে কি হবে ?" বলেছিলেন আমাদের স্বামী রমানন্দ | যেখানে ঘোর অন্ধতা, সেখানে প্রচার করা কর্তব্য | অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র উপযুক্ত ক্ষেত্র কিন্তু স্বামীজী বলেছিলেন সারা বিশ্বে ছড়িয়ে পড়তে বেদান্তবাণী নিয়ে | তা হয়নি, হচ্ছে না, হওয়ার কোন উপক্রমও নেই |
বেদান্ত প্রচারের দশা আজ স্বামীজীর আকাঙ্ক্ষিত পুরুষ ভাব ত্যাগ করে অতিকমনীয় মেয়েলী ভাব আশ্রয় করে হচ্ছে | তাও এমন জায়গায় যেখানে মানুষ 'dollar imperialism'এর দ্বারা চালিত, সারা বিশ্বকে নিঙড়ে নিয়ে নিজ জীবনের সুখসম্পদ রক্ষা ও বর্ধনে ব্যস্ত যাঁরা | পৃথিবী রসাতলে যাক, তাতে কি ? আমরা সমৃদ্ধিশালী দেশের বেদান্তবন্ধু | আমরা অরাজনৈতিক তো বটে, তাই বলে আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলব না ? এ তো এক প্রকার কাপুরুষতা, আপস, মহামায়ার অবিদ্যাশক্তির সাথে সমঝোতা |
পুরুষ সিংহ চাই, মেয়েলী বেদান্ত প্রচারক নয় | সিংহ শাবক তৈরি করতে হলে নিজে সিংহসম হতে হবে | "Let the lion of Vedanta roar." স্বামীজীর এই বজ্রবাণী কি effeminacyর সাথে ঘর করে ?
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
পুনশ্ত : "খোল-করতাল বাজিয়ে লম্ফঝম্প করে দেশটা উৎসন্নে গেল। একে তো এই dyspeptic (অজীর্ণ) রোগীর দল, তাতে আবার লাফালে ঝাঁপালে সইবে কেন? কামগন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ করতে গিয়ে দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে পড়েছে। দেশে দেশে, গাঁয়ে গাঁয়ে যেখানে যাবি, দেখবি খোল-করতালই বাজছে! ঢাকঢোল দেশে তৈরি হয় না? তুরীভেরী কি ভারতে মেলে না ? ঐ-সব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা। ছেলেবেলা থেকে মেয়েমানষি বাজনা শুনে শুনে, কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল! এর চেয়ে আর কি অধঃপাতে যাবে ? কবিকল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায়! ডমরু শিঙা বাজাতে হবে, ঢাকে ব্রহ্মরুদ্রতালের দুন্দুভিনাদ তুলতে হবে, 'মহাবীর, মহাবীর' ধ্বনিতে এবং 'হর হর ব্যোম্ ব্যোম্' শব্দে দিগ্দেশ কম্পিত করতে হবে। যে-সব music-এ (গীতবাদ্যে) মানুষের soft feelings (হৃদয়ের কোমল ভাবসমূহ) উদ্দীপিত করে, সে-সব কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে। খেয়াল-টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করাতে হবে। বৈদিক ছন্দের মেঘমন্দ্রে দেশটার প্রাণসঞ্চার করতে হবে। সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনতে হবে। এইরূপ ideal follow (আদর্শ অনুসরণ) করলে তবে এখন জীবের কল্যাণ, দেশের কল্যাণ। তুই যদি একা এভাবে চরিত্র গঠন করতে পারিস, তা হলে তোর দেখাদেখি হাজার লোক ঐরূপ করতে শিখবে। কিন্তু দেখিস, ideal (আদর্শ) থেকে কখনও যেন এক পা-ও হটিসনি। কখনও সাহসহীন হবিনি। খেতে শুতে পরতে, গাইতে বাজাতে, ভোগে রোগে কেবলই সৎসাহসের পরিচয় দিবি। তবে তো মহাশক্তির কৃপা হবে।"
~ স্বামী বিবেকানন্দ
No comments:
Post a Comment