হিন্দুরক্ষা করে কে ?
হিন্দুরক্ষা করে কে ?
☆☆☆☆☆☆☆☆☆
সন্ন্যাসী প্রতিষ্ঠানের কর্তব্য সন্ন্যাসী প্রতিষ্ঠান ঠিক করবেন, তা তো ঠিকই | আমরা বলার কে ? তবে যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, উপরোন্তু অন্যায়কারির ভিন্নভূমিকায় গুণকীর্তণ করেন, তবে এমন প্রতিষ্ঠানের ওপর হিন্দুরক্ষার বিশেষ আশা দেখি না, ভরসা পাই না | এর চেয়ে আত্মরক্ষায় তৎপর হওয়া ভাল, যে সকল প্রতিষ্ঠান জিহাদের বিরুদ্ধে সোচ্চার হন, ঘোর সংকটকালে হিন্দুর পাশে দাঁড়ান, তাঁদেরই প্রতি অধিক আস্থা রাখা বুদ্ধিমানের কাজ | অবশ্য, এখানে আন্তর্প্রাতিষ্ঠানিক আধ্যাত্মিক মানের কোন তুলনামূলক বিচার করা হচ্ছে না, মাত্র মানসিকতার | 🕉 হিন্দু !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment