Monday 13 May 2024

POESY: হা কপাল ! হা কপাল !

হা কপাল ! হা কপাল !

●●●●●●●●●●●●●●●


কত ছিল, সব গেছে |


নিয়ে গেল বেছে বেছে |


গেছে আশা, গেছে ভাষা,


চোখে দেখি ভাসা ভাসা |


এই বুঝি ইডি এল,


বুঝি, যা বেঁচেছে, তাও গেল |


ওরে, ওরে, ছেড়ে দে |


মোরে তোরা নেড়ে দে |


জবুথবু হয়ে আমি,


জড়বৎ, অস্তগামী |


যদি বেঁচে ফিরি কভু,


মোদীরে মানিব প্রভু |


এই হেন দশা মোর,


দুয়ারে দুয়ারে চোর |



রচয়িতা: সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment