বিশুদ্ধ প্রেমই ধর্ম
বিশুদ্ধ প্রেমই ধর্ম
🕉🕉🕉🕉🕉🕉
বিশুদ্ধ প্রেমই ধর্ম | যে ধর্মে স্বধর্মীবিধর্মীভেদে সহানুভূতি নির্ধারিত হয়, শক্রুমিত্রবোধে জগত বিভাজিত হয়, তা রাজনৈতিক মতাদর্শ বটে, ধর্ম নয় | ধর্মের সম্প্রসারণ অনন্ত, পার্থিব পরিস্থিতির দ্বারা স্বল্পে সীমায়িত নয় | তাই কোন্ ধর্মমত সাম্প্রদায়িক পন্থামাত্র আর কোন্ ধর্মমত উদার বিশ্বজনীন---মাত্র বিশ্ববচনে নয়, দার্শনিক বিশ্বজনীন সত্যতায়ও---তা অবশ্য বিবেচ্য ও বিচার্য | সনাতন ধর্মই এই বিশ্বজনীনতার একমাত্র অধিকারী | তাই সনাতন ধর্মই ধর্ম | বাকি সব ধর্মের ভেকধারী রাজনৈতিক মতমাত্র, নচেৎ খণ্ডিতবোধ আদিম পন্থা সভ্যতার ছদ্মবেশ ধরে | তাই বিশুদ্ধ প্রেমই ধর্ম---নির্মল, স্বচ্ছ, নিষ্কলঙ্ক, সর্বগ্রাসী ও পরিশেষে মোক্ষপ্রদায়িণী | 🕉
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment