অস্ত গেছে রবি
অস্ত গেছে রবি
☆☆☆☆☆☆☆
রবি ঠাকুরকে নিয়ে বার্ষিক, মাসিক, প্রাত্যহিক তো অনেক চর্চা দেখি | কিন্তু সেই সব মানুষের সূক্ষ্ম ভাব বোঝার ক্ষমতা এত কম কেন ? তাঁরা না কবির তনয় তনয়া ? পুরুষপ্রবর বীর বিবেকানন্দের ভক্ত মেয়েলী কাপুরুষ আর ভাবময় রবীন্দ্রনাথের ভক্ত মেয়েলী স্থূলবুদ্ধিধারী সূক্ষ্মানুভূতির কপটাধিকারিমাত্র |
একেই বলে বঙ্গবাসী,
রাশি রাশি ভাষাচাষী |
ভাব কেবা বোঝে কার?
কবি তো ভাবেরও পার |
তারে নিয়ে মাতামাতি
করে যত পুতিনাতি |
বোঝা তো না, বোঝা বওয়া,
কবির যাতনা সওয়া |
এই হয় পরিশেষে,
ফুলমাল্য অক্লেশে
পরিহিত হন বীর,
পতিত ছিন্ন শির |
শুধু তাঁর স্তুতিগান,
আরও আরও কত ভান |
এই নিয়ে আছে বেশ
বিস্মৃত বঙ্গদেশ |
গতবীর্য বন্ধকবোধ,
কে করিবে তার রোধ ?
কে দিবে দিশা ?
এই ঘোর অমানিশা
গ্রাসিছে শশীকলা |
আঁধারেতে পথ চলা,
কে জ্বালিবে বাতি ?
কে ধরিবে জাতি
যথা ফণিনী ধরিত্রিরে
বহন করেন শিরে
আত্মস্বার্থ বিস্মরিয়া ?
পূর্ণপ্রেম হিয়া,
কে দিবে নিঃশেষে
প্রাণবিন্দু অক্লেশে
অমৃতহাস্য মধুর ?
হে বঙ্গ, বহু বহু দূর
তুমি,
স্বার্থ চুমি,
মাতৃভূমি
হয় না সেবা |
কবির কাব্য কে বা
বুঝিল কবে ?
শুধু স্বস্তিরবে,
পূরিলে ভবে |
আর পূরিলে নৃত্যগীতে |
সেই পিরিতে
অর্ঘ্য দিলে |
ভাব কি নিলে,
যেমন কবি
বিশ্বছবি
আঁকার কালে
গগনমালে
হতেন বিভোর ?
বঙ্গবাসী, অন্তরদোর
খোলো এবার |
কবির সেবার
সময় হল |
দুয়ার খোলো, দুয়ার খোলো |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment