Monday, 20 May 2024

বন্দুকের নলের আগায় রামকৃষ্ণ মিশন, জলপাইগুরীর মহারাজরা


বন্দুকের নলের আগায় রামকৃষ্ণ মিশন, জলপাইগুরীর মহারাজরা 

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


জলপাইগুরী রামকৃষ্ণ মিশন আশ্রমে ভূমি মাফিয়াদের গুণ্ডাবাহিনী মহারাজদের ও আশ্রমকর্মীদের বন্দুকের নলের আগায় রেখে যত্রতত্র ভাঙচূর চালায় গতকাল কাটারি ও রড সহযোগে | 


৩০--৪০ জন সশস্ত্র দুষ্কৃতকারী আশ্রমের জমি দখলের অভিপ্রায়ে মিশনক্ষেত্রে প্রবেশ করে, সিসি টিভির ক্যামেরা ভেঙে দেয়, মোবাইল ফোন কেড়ে নেয়, খুনের হুমকি দেয়, আশ্রমকর্মীদের মারধর করে ও পরিশেষে তাদের সকলকে পাকড়াও করে নিয়ে যায় আশ্রমের বাইরে অন্যত্র | মহারাজদেরও রেয়াত করেনি তারা | তাঁদের বুকে বন্দুকের নল ধরে জমি দখলের হুমকি দেয় তারা | পরে আশ্রমের গেটে তালা লাগিয়ে বেরিয়ে যায় |


এই আজ হিন্দু প্রতিষ্ঠানগুলোর অবস্থা শান্তির রাজ্য পশ্চিমবঙ্গে শান্তির ধর্ম পালনকারী সরকারের বদান্যতায় | কোন সুরক্ষা তো নেইই, দ্বিতীয় কাশ্মীর হওয়ার পথে এগোচ্ছে এই প্রদেশ | তার সকল চিহ্ন সুস্পষ্ট |


মুখ্যমন্ত্রীও আক্রমণাত্মক মন্তব্য করলেন গত দুদিন নির্বাচনী মঞ্চ হতে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ ও ইস্কনের বিরুদ্ধে আর তার ঠিক পরেই এই ভয়ঙ্কর সন্ত্রাস নেমে এল রামকৃষ্ণ মিশনের ওপর | যদি রাজ্যের সর্বোচ্চ নেত্রী এহেন উত্তেজক মন্তব্য করেন দেশের সর্বোচ্চ শ্রদ্ধাভাজন তিন আধ্যাত্মিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে, তো স্বাভাবিকভাবেই গুণ্ডা বদমাশ প্রশ্রয় পেয়ে যাবে এহেন দুষ্কর্ম করতে | 


মুখ্যমন্ত্রীর ভাব ও ভাষার সংযমশিক্ষা আশু কর্তব্য | নির্বাচনে পরাস্ত হওয়ার পর উনি কিছুকাল সন্ন্যাসিনীদের সাহচর্যে থেকে নীতিশিক্ষা, ব্যবহারশিক্ষা ইত্যাদি নিলে বিশেষ উপকৃত হবেন | বাঙালীও রাজনৈতিক মহলে পুনরায় সংস্কৃতি ফিরে পাবে |


কিন্তু এই যে রামকৃষ্ণ মিশন আশ্রমে গতকাল দুষ্কৃতকারীদের হামলা---এটা কি আপনারা একটা খাপছাড়া ঘটনা মনে করেন ? নাকি এর কোন ধারাবাহিকতা লক্ষ্য করছেন ? হিন্দুর প্রতি অত্যাচারের মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে এ রাজ্যে--- এটা অবশ্যই চোখে পড়ছে ? এর আগেও রামকৃষ্ণ মিশনের মহারাজরা নিগৃহিত হয়েছেন দুর্বৃত্তের হাতে, যথা বাগবাজার মায়ের বাড়ীতে | 


অতএব, কিভাবে হিন্দু সুরক্ষিত হবে তাই ভাবুন, ব্যবস্থা করুন | আর সেকিউলারিজমের বুলি আওড়াবেন না | সর্বধর্ম সমন্বয়ের অলীক কল্পনাতেও কালাতিপাত করবেন না | স্বামীজী, শ্রীঅরবিন্দ, আম্বেদকর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র ও শরৎচন্দ্র হিন্দুর সুরক্ষাকল্পে ইসলাম সম্বন্ধে যা বলে গেছেন তা পড়ুন ও তারপর হিন্দু সমাজ ও হিন্দু প্রতিষ্ঠানগুলোর রক্ষার ব্যবস্থা করুন | গতকালের ঘটনার সাথে এর কোন সম্পর্ক নাও থাকতে পারে কিন্তু এটাই বাস্তব সত্য যে হিন্দু আজ নিজের গৃহে তার ধর্মের কারণে বিপন্ন, বাংলাদেশ, পাকিস্তানে তো বটেই | অতএব, শুধু দুদিনের জন্য প্রতিবাদে সোচ্চার হয়ে পুনরায় ক্ষুদ্র স্বার্থে লিপ্ত হলে হবে না | সমানে হিন্দুরক্ষার কর্মে ব্যাপৃত থাকতে হবে | বন্দে মাতরম ! 🕉 হিন্দু !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : সুখসম্পদকালে জলপাইগুরী রামকৃষ্ণ মিশন |বেলুড় মঠের websiteএর সৌজন্যে |

No comments:

Post a Comment