বঙ্গসন্তান, পৌরুষ শিক্ষা কর মাননীয়ার কাছে
বঙ্গসন্তান, পৌরুষ শিক্ষা কর মাননীয়ার কাছে
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
আর কিছু না, নির্বাচনী প্রচাররতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌরুষ শিখতে পারে মেয়েলি বাঙালী পুরুষেরা | মুখ্যমন্ত্রীর যেমন পুরুষালি বলিষ্ঠ কন্ঠস্বর, তেমনই দৃপ্ত দাপিয়ে বেড়ানো মঞ্চে, শক্তিসম্পন্ন অঙ্গসঞ্চালন ও নিঃশঙ্ক বাচনভঙ্গি | নর্তকীসুলভ হাত নেড়ে, নেচেগেয়ে, কপট কাব্য করে, দুর্বল ভাব ও ভাষা প্রয়োগ করে বেঁচে থাকা ন্যাকাভাবাপন্ন রমণীসুলভ বাঙালী পুরুষের পৌরুষশিক্ষার হতাদর্শ শিক্ষাস্থল তিনি | বেদান্ত পর্যন্ত যে বাঙালী রমণীসুলভ ভাবে প্রচার করেন, তাঁরও এই মঞ্চকাঁপানো মুখ্যমন্ত্রীর কাছে পৌরুষশিক্ষা নেওয়া কর্তব্য | স্বামীজী তো হাবেভাবে---ঠিক এমনটা না হলেও---পৌরুষের প্রচণ্ড প্রকাশই চেয়েছিলেন | আর যাঁরা রবীন্দ্রনাথের অনুগামী হয়ে তাঁর কপটকল্পনায় চারিত্রদৌর্বল্যহেতু মিথ্যা মেয়েলি ভাব আরোপ করেন নিজেদের ওপর জনসমক্ষে, তাঁদেরও আত্মসংশোধন করে নেওয়ার প্রকৃষ্ট সুযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর প্রচারপৌরুষের মধ্যে |
এই প্রতিবেদন বিদ্রুপাত্মক নয় | যা এতদিন বলে এসেছি মেয়েলি বাঙালীর স্বামীজীনির্দেশিত পৌরুষ অবলন্বন সম্বন্ধে, তাই আর একবার আর একভাবে উপস্থাপন করলাম এই আশায় যে বাঙালী পুরুষ যথার্থ পুরুষ হবে | অবশ্য, ওই হাবেভাবে তেজটুকুই নিতে হবে | তার বেশি কিছু নেওয়ার প্রয়োজন নেই | বাকি বৃত্তি বিষবৎ বর্জনীয় | 🕉 হিন্দু !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment