Wednesday, 29 May 2024

রলিভ, গলিভ, চলিভ


রলিভ, গলিভ, চলিভ

☆☆☆☆☆☆☆☆☆☆


স্বামী সর্বপ্রিয়ানন্দের মুখে প্রায়ই কাশ্মীরী শৈবধর্মের কথা শুনি | ওঁকে অনুরোধ করছি কাশ্মীরে গিয়ে কট্টর মুসলমানদের ওই বেদান্তটি প্রচার করুন | ওদের বিশেষ জানা দরকার ব্যাপারটা | ঐতিহ্য বলে কথা | ভুলতে দেওয়া যায় না | আর পৃথিবীতে এত বড় বেদান্তিই বা পাব কোথায় ? তাই এই অনুরোধ | অবশ্য উনি কলকাতার ইমামদেরও এ সব বৈদান্তিক তত্ত্ব সর্বধর্মসমন্বয়ের পবিত্র কর্মরূপে বলতে পারেন প্রথমে কারণ কাশ্মীরটা অনেক দূর তো | যেতে সময় লাগবে | যদি পারেন তো বুঝি বৈদান্তিক বটে | স্বামীজী কিন্তু শত্রুর দূর্গের মধ্যে প্রবেশ করে বেদান্ত দ্ব্যর্থহীন ভাষায় কোনভাবে আপস না করে, কোমল না করেই বলেছিলেন | দেখি তার পুনরাবৃত্তি | তবে তো ব্রহ্মবীর্যপ্রকাশ | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির সৌজন্যে

No comments:

Post a Comment