Monday, 27 May 2024

সাহসী হোন, শক্তিমান হোন, ভয় পাবেন না


সাহসী হোন, শক্তিমান হোন, ভয় পাবেন না

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


শুধু ঠাকুর-মা-স্বামীজীর স্তুতিগান গাইলে পরাজয় সুনিশ্চিত | সাহসী হতে হবে | সভ্যতারক্ষা দুর্বলের কর্ম নয়, বীরের রক্তক্ষয়ী তপস্যা, আত্মাহূতি | যুগধর্মচক্রঘূর্ণনের এই মহাযজ্ঞাগ্নিতেই আত্মাহূতি দিয়েছেন ঠাকুর, মা, স্বামীজী ও তাঁর বীর গুরুভাই ও সন্তানেরা | নিবেদিতা অনাহারে, অনিদ্রায়, জাতিজাগরণের নিরলস তপস্যায় আত্মবলিদান দিয়েছেন | বিপ্লবীরা মূর্তমহেশ্বরের আহ্বানে প্রবুদ্ধ হয়ে ফাঁসিকাঠে ঝুলেছেন | তবে তো ভারত স্বাধীন হল | নাকি ক্লীবের 'জয় ঠাকুর', 'জয় মা', 'জয়তু স্বামীজী'---এই সকল ধ্বনিতে দেশ জাগল ? উঠুন ! জাগুন ! আর কাপুরুষের ন্যায় ভীরুর ভক্তি প্রদর্শন করবেন না | কি হবে ভয় পেয়ে ? মরতে তো হবেই একদিন | কেন আজই নয় ? দেশ-জাতি-ধর্মরক্ষাকল্পে যদি প্রাণই যায়, তাতেই বা কি ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment