"মেরেছে কলসীর কানা, তা বলে কি প্রেম দেব না ?" --- এই চপল উক্তির প্রত্যুত্তরে
"মেরেছে কলসীর কানা, তা বলে কি প্রেম দেব না ?" --- এই চপল উক্তির প্রত্যুত্তরে
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
প্রেম দিতে পারেন নিত্যানন্দ প্রভু, আপনি নন | প্রেমাবস্থা মহাভাব যা সমাধিলাভের পরেই সম্ভব, তাও আধিকারিক আধারে, সামান্যে নয় | নিছক রসিকতার বস্তু বৈষ্ণব তত্ত্ব নয় | গভীরতা চাই, চাই পূর্ণ ইন্দ্রিয়সংযম | এ সব বাঙালীর লঘুচিত্ত বাক্যবিন্যাসের বস্তু নয়, অধ্যাত্মশিখরে অবস্থিত মহামানবের হৃদয়োৎসারিত মহাবাক্য যা ঊর্ধ্বচৈতন্যে অবস্থানপূর্বক বোধের বিষয়, ভোগাশ্রয়ী মানবের রহস্যালাপের সামান্যবস্তু নয় | ঠাকুরের ভাষায়, "প্যাম প্যাম যে কর গা, প্যাম কি সহজ কথা গা ? প্যাম এলে জগত ভুল হয়ে যায় | নিজের দেহ যে এত প্রিয়, তাও খেয়াল থাকে না |" স্বামীজী বলেছেন, "God is love, and love is God. And God is everywhere. After seeing that God is love and God is everywhere, one does not know whether one stands on one's head or [on one's] feet — like a man who gets a bottle of wine and does not know where he stands. . . . If we weep ten minutes for God, we will not know where we are for the next two months. . . . We will not remember the times for meals. We will not know what we are eating. How can you love God and always be so nice and businesslike? . . . The . . . all-conquering, omnipotent power of love — how can it come? . . ." অতএব, আমি বিরত রইলাম এরপর আর কথা বাড়ানো থেকে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment