MESSAGES GALORE ... 73
MESSAGES GALORE ... 73
1. তৃণমূল শাসিত গত ১২ বছরে তাহলে ২৪,০০০ মসজিদ তৈরি হল পশ্চিমবঙ্গে? গড়ে ২,০০০ প্রতি বছর? কোন দিকে চলেছে শ্যামাপ্রসাদের বাংলা?
2. ৩৪ বছর বামফ্রন্ট আর ১২ বছর তৃণমূল বাংলায় হিন্দুর সর্বনাশ সাধন করল মুসলমানতোষণ করে | এমন তো শ্যামাপ্রসাদ চাননি |
3. আমার হিন্দুজাগরণরচনার স্বল্পসহযোগ লক্ষ্য করে দুঃখবোধ হয় যে সাধারণ ভক্তরা কী ভয়ঙ্কর কাপুরুষ !
4. আমি কাফির, মুশরিক, তাই জাহান্নমের যাত্রী | অন্তিম দিন মানি না, তাই অগ্নিযোগ্য অবশ্যই | দোজখের দোস্ত আমি, এস', বন্ধু, এস' |
5. শ্রীরামকৃষ্ণ ৫০ বছরের জীবনে যা করে দিয়ে গেলেন তার প্রভাব আগামী ৫০০০, ১০০০০, ৫০০০০ বছর থাকবে, যতদিন মানবসভ্যতা থাকবে ততদিন |
6. We must radically Hinduise Bengal which is right now going the reverse way of radical Islamisation. And this must begin with ALL Hindu organsations coming together, shedding apolitical cowardly pretensions.
7. মানুষ মিষ্টি মিষ্টি মিথ্যে শুনতে ভালবাসেন, তেতো সত্য শুনতে পছন্দ করেন না | আর সনাতন সভ্যতার বিপদের কথা শুনতে ভয় পান | এঁরা ভক্ত |
8. আমার সাহস থাকলে কি হবে ? আমার পাঠকরা তো ভয়ে সব সিঁটিয়ে আছেন নয় অনীহায় নির্বিকার | সাধে হিন্দুর এই দশা বাংলায় !
9. যত কাপুরুষ তত ভক্ত |
10. নিজের জীবনটা নির্বিঘ্নে কাটলেই হল | বলি, নাতিনাতনীর জন্য কি রেখে যাচ্ছেন ? ইসলামীয় বাংলা ? ইসলামীয় ভারত ?
11. রাজন্যা দেবাংশুকে আল্লার অংশ বলায় তার এমন প্রতিবাদ হল যে ভয়ে তিনি ক্ষমাপ্রার্থী হলেন ও YouTube থেকে video delete করলেন তৎক্ষণাৎ |
12.
Pranām to the great patriot and defender of the Hindus, Vināyak Dāmodar Sāvarkar, on his blessed birthday.
Photo: Sāvarkar in the Cellular Jail in animal chains, a mark of British brutality which has been the hallmark of their civilisation.
13. প্রতিহত বাসনার প্রতিক্রিয়ার নাম ক্রোধ |
14.
যাঁর প্রসাদে বিবেকানন্দ, সেই পরমহংসের পূত পদপ্রান্তে প্রণত সকল ব্রহ্মবিজ্ঞানী |
15. The abrogation of Article 370 and Article 35A will remain as the shining achievement of Prime Minister Narendra Damodardas Modi.
16. 'আমাদের দেশ' কথাটা ভাল লাগে | 'আমাদের রাজ্য'---এ কথাটা তত ভাল লাগে না | প্রথম কথাটা একতার, দ্বিতীয়টা বিভাজনের |
17. স্বামীজীর শক্তি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে | সব ভেসে যাবে |
18. Modi rocks Kolkata. Metropolis queuing up to catch a glimpse of the leader. PM pays reverence at Mayer Bari and Swamiji's Ancestral House, lays floral tribute at Netaji's statue. Iconic leader has rolling success with citizens standing guard on both sides of the roads as Modiji's roadshow rolls on. Bengal connects to Modi as PM wins the hearts of Kolkatans.
19. 'R.বাংলা' টি বেশ দাঁড়িয়েছে |
20. Learnt from the PM a new term---'VOTE JIHAD' which he said the CM was up to. Absolutely revealing!
21. মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নরেন্দ্র মোদীর বায়ু অনেক স্থির | তাই রাজনৈতিক সাফল্যে এত প্রভেদ |
22. প্রাপ্তবয়স্ক মানুষেরা যখন একসাথে চিৎকার করতে থাকেন টেলেভিসনের পর্দায়, তখন ভাবি দেশের সংস্কৃতি কোন নিম্নমার্গে প্রবাহিত হচ্ছে ?
23. Poor administration in Bengal. Corruption eating into its vitals. Minority appeasement and dole-delivery destroying the state.
24.
তৃণমূলের হুমায়ুন কবীর মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন দু ঘন্টার মধ্যে---এই মন্তব্যের প্রতিবাদ কেন হল না, কেন হচ্ছে না ? মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজকে 'দাঙ্গাবাজ' শব্দে অভিহিত করার ধৃষ্টতা দেখান, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন ও ইস্কনের বিরুদ্ধে প্রমাণ ছাড়া অপবাদ দেন, অথচ নিজের দলের নেতা হুমায়ুন কবীরের খুনে হুমকির বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেন না---এ তো ন্যায়বিচারের চূড়ান্ত অপলাপ | কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
আলোকচিত্র : নির্ভীক সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) যিনি প্রভূত সমাজসেবার অতিরিক্ত হিন্দু সমাজের সুরক্ষায় নিরলস ব্রতী |
25. দুদিনের জীবন | আজ আছে, কাল নেই | এই তো সত্য | তাই ভয় পাবেন না কাউকে | সত্যটি ধরে থাকুন, দেখবেন ফুৃৎকারে উড়ে যাবে ভয় |
26. জীবন নিরন্তর সংগ্রাম অবিদ্যানাশের, হৃদয়ে ভগবানের অধিষ্ঠান অনুভব করার | সকল উপাধির অপসারণ, ব্রহ্মবিকাশের সাধনা |
27. We are all working against gravity. The flight to freedom is this anti-gravity move.
28. সংস্কৃতি ভাবসমষ্টি | তাই সংস্কৃতিরক্ষা উচ্চভাবের চর্চায় সম্ভব, নিছক নিম্নভাবাপন্ন উন্মাদনার দ্বারা নয় | 🕉 হিন্দু !
29. মৃত্যুর সময় তো আমরা সবাই dispensable commodity of little or no value. তাহলে জীবোদ্দশায় কেন এত আশা রাখা যে কেউ সম্মান দেবে ?
30. এইবার last lap, এক লাফে পার | তারপরই 'পগারপার' | (Reference: 7th and last phase of the Lok Sabha General Election on 01.06.2024.)
31. If India is Islamised, she will die. Hence, Hinduism must in all its comprehensiveness be the dominant dhārmic feature of India.
32. Posterity will pay the greatest tribute to Hedgewar, Golwalkar, Savarkar, Syamaprasad and Modi as the saviours of India.
33. A mockery has been made and is being made of Swamiji's message in the name of (a) being apolitical (b) religious harmony and (c) organisational expediency. It is, perhaps, the inevitable degeneration that sets in in spiritual movements of pristine purity. No wonder Swamiji had said that Buddhas by the thousands would have to be sacrificed at the altar of human freedom.
34. RSSকে সমর্থন করায় কিছু আপদ বিদেয় হল |
35.
টাটা বাবুকে টাটা করে দেবার পর আর শিল্প আসছে না বাংলায় | এখন শুধু মিথ্যা প্রতিশ্রুতির স্মৃতি রোমন্থন করা ছাড়া আর কর্ম নেই কারণ ভবিষ্যৎ তো নেই, আর প্রতিশ্রুতি দেবেন কেমন করে ?
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
আলোকচিত্র : রতন টাটা
https://www.tatatrusts.org/about-tatatrusts/ratan-n-tata
36. Making cosmetic changes in India will not save her Sanatan civilisation. Divisive doctrines must be banned. But who will and how?
37. We are all constrained by circumstance. But he who can rise above it and fashion circumstance to facilitate progress is the great one.
38. Liberalism is welcome provided it is honest and not selective, partisan and mischievous which make a mockery of it.
39.
বর্বর! আফগানিস্তানকে পুনঃ ধর্মান্তরীত করতে হবে ভারতীয় ধর্মে যথা হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মে ইসলামের কোন চিহ্ন না রেখে | তবেই এ দেশ বাঁচবে |
Barbarians! Afghanistan must be reconverted to the Indic religions, Hinduism, Buddhism, Jainism and Sikhism leaving no trace of Islam. Then alone Afghanistan will come alive.
40.
সনাতনসূর্য স্বামী দয়ানন্দ সরস্বতী, হিন্দুর রক্ষাকর্তা |
বেদান্তবিবেক স্বামী বিবেকানন্দ, হিন্দুর সমন্বয়কর্তা |
হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ, হিন্দুর জাগরণকর্তা |
41. 500,000 Hindus were forced out of Kashmir on 19 January, 1990 by fanatical Muslims aided and abetted by Pakistan. This was Jihad.
42. Makkah Islam going on in India now with Madinah Islam interspersing course. Critical mass for total Islamisation yet to be reached. Provincial pockets already Islamised, though. Jihad rampant there.
43. The history of Islam gives the lie to what liberals preach about it.
44. হিন্দু, জাগো ! এত কাপুরুষ হলে নিঃশেষ হয়ে যাবে অচিরেই | মুখে বিবেকানন্দ আর আচরণে কাপুরুষতা ? এই কি পৌরুষপ্রদর্শন ?
45. Liberal, thy other name is hypocrite!
46. Democratic Communist? Ah! a contradiction in terms.
47. Where are our Hindu great men and women? Why? They are all Kaffirs, so, burning in Jahannum. The only true religion, Islam, says so.
48. Islam, the religion of peace, says that Kaffirs will all burn in Jahannum. A peace haven indeed! Kaffir, me, am rushing headlong there.
49. Where are my Hindutva friends? Come on, 'like' my posts and spread them like wildfire. 🕉 Hindu!
50. সব স্বার্থপর | নিজেরটুকু বোঝে আর কিছু বোঝে না |
51. Jihad is mandatory in Islam. If a Momin shrinks from it, he is considered a Munafiq and will be treated accordingly.
52.
ধ্যান করা তো খুব ভাল |
তবে আপত্তি কেন ভাই ?
মৌনাবস্থায় মহাসাগরমাঝে
ধ্যানের বিকল্প নাই |
53. যা পেলাম, তা অনেক পেলাম ; যা পেলাম না, তা প্রভুর মনোনীত নয় | সন্তোষ সবার আগে | এত অভিযোগ কিসের ?
54. তুমি নিজে কি দিলে জগতকে, সেটা চিন্তা কর' | ভগবানের ইচ্ছায় জগত চলে, না মানুষের ইচ্ছায় ? ভেবে দেখ' |
55. এই যে ভট্টাচার্য ভ্রষ্টদের এক রোগে দাঁড়িয়েছে দিবারাত্র ধর্মকে গাল পারা, এর প্রতিকার কি ? মোহান্ধ মানব, ধর্মে ফেরো !
56. সনাতন ধর্মকে সহজ করে বুঝিয়ে দিতে হবে | বড় বড় তত্ত্বকথা নানা বাক্যবিন্যাসে বললে হবে না | যত সহজ তত গ্রহণযোগ্য |
57. এবার থেকে খুব সোজা ভাষায় লিখব | সহজেই বোঝা যাবে যা বলছি |
58. নিজেকে দেহ নয়, মন নয়, আত্মারূপে জানা---এই তো সনাতন ধর্ম |
59. বাচ্চাদের জিহাদ শেখাবেন না | ওরা জগতের ভবিষ্যৎ | ওদের সুস্থভাবে বড় হতে দিন | মমিন-কাফির, এই বিভাজন বন্ধ করুন |
60. আত্মসম্মোহিত হবেন না | প্রশ্ন করুন ধর্মকে | দেখুন তা অন্ধ বিশ্বাসের ওপর দাঁড়িয়ে না তার কোন যুক্তিগ্রাহ্য ভিত্তি আছে |
61. ভগবানকে ভয় পাবেন না ভগবানকে ভালবাসবেন ? ভগবান তো নিজের স্বরূপ | স্বরূপকে কেউ ভয় পায় ? গগনে স্থাপন করবেন না তাঁকে | গগনপারে তিনি নন |
62. নিজের ওপর আস্থা হারাবেন না | ওটুকুই সম্বল | পাপপুণ্য সব বাহ্য, আপনাকে অন্তরতম প্রদেশে স্পর্শ করতে পারেনা |
63. এই বাঙালী-অবাঙালী ভাব ভাল না | নিজের ভাষা-সাহিত্য-সংস্কৃতি জাতীয় একতার মধ্যে আরও ভাল রাখা যায় |
64. Effeminacy and Vedanta-preaching cannot go together. Hindus need virile propagators of the Vedanta, real men with thundering voice.
65. Ukraine needs Vedanta. Gaza needs Vedanta. Go and preach it where men need courage to face the ordeal of daily death. Preach in Kashmir.
66. High-flown philosophy will not save us when jihad like lightning falls upon us. If you have courage enough, convince the Islamists.
67. Swamiji had exhorted his future followers to shed cowardice and be men. Wither manhood in Vedanta preachers of the day?
68. I am not here to humour any but shall boldly speak my mind as my mentor, Vivekananda of Ramakrishna lineage, did. 🕉 Hindu!
69. Who cares to see God when I behold the living God die at my doorstep?
70. The Geeta commands us to fight, not to quote shlokas.
71. Bangladeshi jihad on Hindus continues while hypocrites here pretend peaceful coexistence with the jihadists. Utsab Kumar Gain assaulted. Battling for life. Charged with blasphemy.
72. দুর্যোগে দুর্যোধন !
73. A scattered mind succeeds not. Concentration is the key to success. Do not disturb others' concentration and hamper their success.
74. গোপনিষদ ভবিষ্যতে সারা ভারতবর্ষ শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ণ ও জীবনে পালন করবে |
75. Must we then shirk 'shirk' [partnering God]? Certainly not. As Hindus we have an even higher conception of divinity---the Atman/the Brahman.
76. West Bengal is getting ruined by demographic change. This is the pitfall of democracy where numbers rule and vicious theology is allowed to thrive.
77. মানুষকে মুক্তির কথা বলতে হবে বইকি কিন্তু বলিষ্ঠ কন্ঠে, বিদেশী ঢংএ নয় | নিজে মুক্ত হয়ে বলা, তার আগে নয় | সিংহনিনাদ, কুহুতান নয় |🕉
78. Whatever you may think of me, I am still a wave of the infinite ocean of Brahman and as such in substance Brahman Itself. 🕉
79. চিৎকার নয়, চরিত্র চাই | তবে শত্রুদমন সম্ভব |
80. শোনো, বিদেশস্থিত পশ্চিমীবায়ুসেবী বৈদান্তিক, শোনো | শোনো, অরাজনৈতিক বিশ্বপ্রতিষ্ঠান, শোনো | শোনো, দুষ্ট রাজনীতিবিদ, শোনো | শোনো, একমাত্র সত্য সর্বশেষ শান্তিধর্মাবলম্বী, শোনো | এই হল সনাতন বীর হিন্দু সন্ন্যাসী | রণে ভঙ্গ দিয়ে কাপুরুষের ন্যায় হিন্দুকে মুসলমানের হাতে মরতে দিয়ে পলায়নরত নয় | ইনি বীর | ইনিই বৈদান্তিক, গীতার আধুনিক অর্জুন | মুখে বৈদান্তিক ভাষণ আর কর্মে কাপুরুষতা, ইনি করেন না | [Reference: Kartik Maharaj (Swami Pradīptānanda), Bharat Sevashram Sangha.
https://youtu.be/N9bK9ELnXso?si=JIzfZIgRf1jXnyIp ]
81. Victory shall be celebrated soon. But Bengal? Where art thou headed?
82. বাঙালী হিন্দুর জাগার সময় ফুরিয়ে আসছে | এরপর জেগেও আর লাভ হবে না | স্বামীজীর কথা, প্রণবানন্দজীর কথা, শ্যামাপ্রসাদের কথা সময়ে শুনলে না তো | দেখো তার প্রতিফল না পেতে হয় ভয়ঙ্কর !
83. Sold out journalists cannot serve India. What we need are fiery journalists, patriotic to the core with no commercial attachments inducing them unto reporting, anchoring or investigating issues that are of national concern. TRP-seeking journalists are a curse unto the country and worse are those that are funded by enemy agencies seeking to subvert the nation. Patriotism bereft of pecuniary considerations and self-seeking is the call of the hour.
84. যে জাতি রাসবিহারী বসুকে যথাযথ সম্মান দিতে শেখেনি, সে জাতির পৌরুষ জাগবে কি করে ?
85. দেশে একটা মানুষ জন্মায় না, মা | অমানুষে দেশ ভরে গেল | আর তারা যে কটা মানুষ আছে, তাদের পিষে মারছে | এই কি তোমার বিধান ? তা যদি হয় তো আমি প্রতিরোধ করব, জাগাব মানুষের সুষুপ্ত সিংহকে | স্বামীজীর 'স্বদেশ মন্ত্র' নিত্য পাঠ করুক দেখি ছেলেরা, মেয়েরা | দেখি কেমন না সিংহ জাগে ? 'ভারতে বিবেকানন্দ' ['Lectures from Colombo to Almora'] পড়ুক দিবারাত্র যখনই অবসর মেলে যেমন পড়তেন বালক ও যুবা শংকরন, ভাবীকালের স্বামী রঙ্গনাথানন্দ | মহাশক্তির উদ্বোধন হবে | তখন উন্নত গর্ভে বীরপুত্রের জন্ম হবে যারা দেশকে রক্ষা করবে বর্বর বিধর্মীর হাত থেকে, ভারত উপমহাদেশে সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবে |
86. অর্থ নাই বা রইল, হৃদয়ে ঈশ্বর | দরিদ্র কেন হব ? যার ঐশ্বর্য্য স্বয়ং ঈশ্বর, সে কি কখনও দরিদ্র হয় ?
87. The ex-Muslims are the bravest of people and the truest friends of humanity for they are not hypocrites who dare not speak the truth.
88. Hindus are ignorant, apathetic or hypocritical who dare not expose Islamic intent. Not so the ex-Muslims who are risking their lives for it.
89. Ignorance, apathy, hypocrisy and cowardice cannot be condoned when it comes to raising one's civilisational defence against the enemy.
90. Be an ex-Hindu. No problem of personal security. Be an ex-Muslim and you have to hide your identity. Why?
91. 'Shirk' or partnering 'The God' is the one unpardonable sin in Islam. Hindus are culpable to this most grievous offence in the eyes of Islam.
92. The best way to keep healthy is to be calm.
93. Character lends credibility.
94. Time must not be wasted in self-aggrandizement. It ought to be fruitful in productive activity to help flower the self.
95. So, Netaji was right. Economics matters more in electoral politics.
96. Humility is strength.
97. Brian Lara's record will remain intact. NDA will fail to cross 400.
98. What is the future of Bengal?
99. As usual, Muslim vote consolidated in West Bengal, Hindu vote divided. A political point to learn, dear Hindus.
100. Bengal rejects the Left yet again. Struggling at cipher.
No comments:
Post a Comment