Thursday, 16 May 2024

বন্দে বাঙালী !


বন্দে বাঙালী !

☆☆☆☆☆☆☆


আমরা নিন্দা করতে পারি, প্রাণ খুলে প্রশংসা করতে পারি না, এমনই পরশ্রীকাতর, হৃদয়ের এমনই সঙ্কোচন ! পরিশেষে যখন প্রশংসায় পঞ্চমুখ হই, তখন শুধু নিরর্থক ধ্বনি তুলি, এইমাত্র | 


বোধ নেই, অথচ নির্বোধও নই আমরা | এ এক অদ্ভূত আত্মকেন্দ্রিকতা, সংকীর্ণ স্বার্থপরতা যা বিশেষভাবে বঙ্গদেশীয় ! তাই তো আমরা বিশিষ্ট বাঙালী, বিভাজনে ব্যস্ত, বিশ্ববোধে ব্যতিক্রমী, বিদ্যাবুদ্ধিতে বঙ্কিম, বক্রভাবে বিশেষিত বংশোদ্ভূত বংশধর  | আমাদের বিদ্যা আছে, বোধ নেই; চিন্তাশক্তি আছে, চৈতন্য নেই; সন্তরণশক্তি আছে, ডুব দেওয়ার সামর্থ নেই; বাকপটুতা আছে, বদান্যতা নেই | আমরা ক্ষুদ্রমনা, তাই ক্ষুদ্রে তুষ্ট; না নিজে বড় হব, না অন্যের  সাফল্যে আনন্দবোধ করব | উৎসাহিত করা তো দূরের কথা, এমন ভান করব যেন, "এ আর এমন কি ? আমিও পারি | এর চেয়ে অনেক ভাল পারি | করি না কারণ সময় কই ? এত কাজ, অবসর কই এ সব অলস কর্মসম্পাদনের ? হ্যাঁ, এ সব আমারও মনে ওঠে, সময়সুযোগ হয়ে ওঠে না এত কাজের চাপে, তাই  | নইলে, আমি কি পারি না ? খুব পারি | এ এমন আহামরি কিছু না যে গ্রাহ্য করতে হবে | অনেক বড় কাজ করি আমি | আমার এ সব তুচ্ছ কর্মে মনের বাজে খরচ করার অবসর কই ? আচ্ছা, ওঁরটা পরে দেখে নেব এখন | চাই কি, একটু দেখেও দেব না হয় |" বন্দে বাঙালী !


বিজ্ঞবচনে : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : ব্যতিক্রমী বিস্ময়কর বাঙালী, বিবেকানন্দ |

No comments:

Post a Comment