Wednesday, 29 May 2024

সাধু শক্তিমান মৌন থাকলেও




সাধু শক্তিমান মৌন থাকলেও

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


ত্যাগে বাসনার বিবর্জন, শক্তির আবাহন | তাই সাধু শক্তিমান | মৌন থাকলেও মহাশক্তির আধার | সবাই তো দয়ানন্দ-বিবেকানন্দ-প্রণবানন্দ হতে পারবেন না | কিন্তু তাঁদেরও ভ্রুকুটি হতে শাসক সাবধান ! সাধুর অসন্তোষ ভয়ঙ্কর | তার প্রকৃষ্ট প্রমাণ কমিউনিস্টরা বাংলায় পেয়েছেন | রামকৃষ্ণ মিশনের সাথে শত্রুতা করার কর্মফল আজ তাদের করামলকবৎ | এবার তৃণমূল শাসনে রামকৃষ্ণ মিশন প্রহৃত | এর ভীষণ পরিণামও অচিরেই দৃশ্যমান হবে | তখন বুঝবে, বাবাজীবন, সাধু কাকে বলে, সন্ন্যাসী বিদ্রোহ প্রকাশ্যে ও পরোক্ষে কিরূপ ফলদায়ী হয় | এই সন্ন্যাসীই আমাদের সনাতন সভ্যতার ধারকবাহক | এঁর অপমান ভারতমাতা কখনও সহ্য করেন নি, করবেনও না | শুধু কালের প্রতীক্ষা | তাই অধ্যাত্মজীবনে তিতিক্ষার এত মাহাত্ম্য |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment