Tuesday, 28 May 2024

ধর্মের কল বাতাসে নড়ে কিন্তু হিঁদুর কর্ণকুহরে নড়ে কি ?


ধর্মের কল বাতাসে নড়ে কিন্তু হিঁদুর কর্ণকুহরে নড়ে কি ?

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


রাজন্যা দেবাংশুকে আল্লার অংশ বলায় এমন প্রতিবাদ হল যে ভয়ে তিনি ক্ষমাপ্রার্থী হলেন ও YouTube থেকে video delete করলেন তৎক্ষণাৎ | অথচ তিনি দেবাংশুকে দেবের অংশ, রামের অংশ, হনুমানের অংশ, যীশুর অংশও বলেছিলেন | তাতে কোন গোল বাঁধে নি, কেউ আপত্তিও করেন নি | করলেও ধর্তব্যের মধ্যে আনতেন না তিনি কারণ এমনই তাঁর দলের (তৃণমূল কংগ্রেস) বিধান যেখানে অবাধে হিন্দুর অপমান চলে একেবারে শীর্ষ নেতৃত্ব (মমতা বন্দ্যোপাধ্যায়) হতে শুরু করে নিম্নতর ক্ষেত্র পর্যন্ত (হুমায়ুন কবীর) | শিবকে নোংরা অপমান করলেও তাঁর দলের নির্বাচনের প্রার্থী হওয়া যায় (সায়নি) | মা কালীকে কটাক্ষ করলেও অনুরূপ প্রার্থী হওয়া যায় (মহুয়া মৈত্র) | কবির কলঙ্ক হয়ে শ্রীজাত মহাদেবকে নিয়ে নোংরা ছড়া রচনা করলেও কেউ প্রতিবাদ করেন না, বঙ্গের বক্রবুদ্ধিজীবিরা তো নয়ই | এমন কি অগণিত ভক্তরাও মৌন | তাই হিন্দুর আজ এই দশা !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment