Thursday, 6 February 2020

দিগন্তর প্রতি ... ২

দিগন্তর প্রতি ... ২
------------------------

জড়বাদীদের ধারণার বাইরে নেতাজী | তাঁর সকল কার্যকলাপ আধ্যাত্মিক বুদ্ধি দ্বারা পরিচালিত যা কমিউনিস্ট বা নাস্তিক্যবুদ্ধিসম্পন্ন মানুষের পক্ষে অনুধাবন করা একান্তই অসম্ভব | তাই তাঁরা যে নানাবিধ কটুবাক্য বলবেন দেশনায়কের প্রতি এতে আর আশ্চর্য কি ? আদর্শগত প্রভেদহেতু এই বৈরীভাব তাঁদের নেতাজীর প্রতি | তা ভালই কারণ শত্রুরূপে সৎ মানুষের ভজনা করলে শুনেছি অধিকতর দ্রুত সদ্বুদ্ধিসম্পন্ন হয় মানুষ | নেতাজীর বিরুদ্ধাচারী নিন্দুক কমিউনিস্টকুলের এইভাবেই মুক্তি ত্বরান্বিত হোক |

জয় হিন্দ !

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment