Saturday 29 February 2020

বিবাহিত ? ঠিক বলছেন তো ?

বিবাহিত ? ঠিক বলছেন তো ?
---------------------------------------

আজীবন স্বামীজীর প্রতি অনুরক্ত থেকে শেষে কিনা হলেন রমণীর প্রতি অনুরক্ত ? একি সম্ভব ? আলোকচিত্রে পরিস্ফুট ব্রহ্মচর্যের চিহ্ন ।

যাঁরা গুমনামী বাবাকে নেতাজী চরিত্রের সাথে খাপ খাওয়াতে পারেন না বলে মারমুখো, তাঁরা নেতাজীর এই জৈব দুর্বলতাকে কেমন করে তাঁর চরিত্রের সাথে খাপ খাওয়ান ? মনে হয়না কি তাঁদের যে এ এক ঘোরতর চক্রান্ত নেতাজীকে কলঙ্কলেপিত করার ? কেমন করে এই বৈসাদৃশ্য মেনে নেন তাঁরা ? সামান্য বিবেকানন্দ ভক্তের দ্বারা যা অসম্ভব, তা নেতাজীর ন্যায় মহামানবের দ্বারা কিরূপে সম্ভব ? নেতাজীর বুঝি লোকধর্মের বোধ ছিল না ? তাঁর ন্যায় মহাপুরুষের বুঝি হিতাহিত জ্ঞান ছিল না ? এমনই সংযতেন্দ্রিয় ছিলেন বুঝি তিনি যে মর্যাদার সকল সীমা উল্লঙ্ঘন করে আগামী প্রজন্মের কাছে ব্যভিচারের প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করে গেলেন ? এও কি হয় ? কেমন করে খাপ খাওয়াচ্ছেন নেতাজী চরিত্রের সাথে ব্যভিচারের এই ভয়ঙ্কর বৈসাদৃশ্য ? অসুবিধা হচ্ছেনা এবার ঠিক যেমন গুমনামী বাবাকে নেতাজী বলে মানতে হয় ?

ভাবুন এই ষড়যন্ত্রের শরিক হয়ে কোন তিমিরে নামছেন । ভাল করে ভাবুন । সংশোধনের এখনও সময় আছে । সত্যের পথে আসুন, যথার্থ নেতাজী অনুরাগী হন । নচেৎ, সব বৃথা মিথ্যাচার বলেই পরিগণিত হবে পরিশেষে । ভারতের ইতিহাস সংশোধনের আগে নেতাজীর জীবনের এই কল্পিত ইতিহাসটি আগে সংশোধন করুন । কি বলেন মান্যবর ?

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)




Sugata Bose Jayashree Mmishra সত্যের উপস্থাপন । জনজাগরণ । সত্য সম্বন্ধে নিজে অবহিত হয়ে সত্যের সেই বার্তা জনমানসে ছড়িয়ে দেওয়ার ঐকান্তিক প্রচেষ্টা -- এই হল পন্থা, সংশোধনের উপায় ।
Sugata Bose Debkanti Moitra রাজা মহারাজ বিবাহ করেছিলেন জীবনের প্রারম্ভে, চৈতন্যলোকে পদার্পণের প্রাক্কালে । আর নেতাজী কিনা বিবাহ করলেন স্বামীজীর পুণ্যপ্রভার পূর্ণস্পর্শে জীবনের পরিণত পর্বে সকল সামাজিক মর্যাদা উল্লঙ্ঘন করে ? নেতাজীর এই তথাকথিত প্রণয়পরিনতি শুধু প্রমাণের অভাবে পরিত্যাজ্যই নয়, ঐতিহাসিক পটভূমিকায় অবিশ্বাস্য ও অসম্ভব । বিবাহ ব্যক্তিগত ব্যাপার অবশ্যই কিন্তু নেতাজীর ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও বিশ্বপরিস্থিতির নিরিখে তার এহেন সংঘটন অসম্ভব বলেই মনে হয় । অবশ্য, আপনার বিচার ও সিদ্ধান্তকে সম্মান করেই স্বীয় বক্তব্য পরিবেশন করলাম ।
পুনশ্চ : সে যুগে কি অবৈধ পরিণয়সূত্রে লিপ্ত হওয়া অথবা বিবাহবহির্ভূত সন্তান প্রজনন সামাজিকভাবে গৃহীত ছিল ভারতবর্ষে না আজও আছে? জার্মানিতে এ বিবাহ স্বীকৃত ছিল না । অতএব, কি দাঁড়ালো ? নেতাজীর ন্যায় নৈতিক নিষ্ঠাবান নরপুঙ্গবের এহেন নীতিহিনতা নিশ্চয় আত্মনির্যাতন ভিন্ন আর কিছু নয় বলেই নির্ধারণ করি ।

Sugata Bose Juthika Sarkar আদপে কী কোনো চিঠি লিখেছিলেন নেতাজী শরৎচন্দ্র বসুকে?

No comments:

Post a Comment