Friday 14 February 2020

শহীদ কি আবার শহীদ হল ? স্বরাজ আর কি এলো না ?

শহীদ কি আবার শহীদ হল ? স্বরাজ আর কি এলো না ?
-----------------------------------------------------------------------

সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম 'শহীদ' ও 'স্বরাজ' রাখা উচিত ছিল যেমনটি নেতাজী রেখেছিলেন । প্রধানমন্ত্রী কিন্তু আংশিক নামকরণ করে বৃটিশদেরই স্বীকৃতি দিলেন । নেতাজী আজও পূর্ণরূপে সরকারের কাছে গ্রাহ্য নন । আসুন, এই মর্মে প্রতিবাদহেতু একতাবদ্ধ হই ।

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment