Monday, 10 February 2020

নেতাজী বিষয়ক এই সব প্রশ্নগুলি জনমানসকে ভাবিত করে :

নেতাজী বিষয়ক এই সব প্রশ্নগুলি জনমানসকে ভাবিত করে :
(ক) তাঁর মহানিস্ক্রমন হয় কিভাবে?
(খ) তিনি কি বিবাহিত না অবিবাহিত?
(গ) তাঁর সাবমেরিনে পথপরিক্রমণের সূচনা হয় কোথা থেকে?
(ঘ) 18 অগস্টের পর তাঁর প্রকৃত কাহিনী কি?
(ঙ) তিনিই কি ভগবনজী?
(চ) তিনি কি ভগবনজীরূপে হিন্দু অভ্যুৎত্থানের সপক্ষে ছিলেন?
(ছ) ভগবনজী কি সত্যিই PTSD রোগে আক্রান্ত ছিলেন?
(জ) 'জ্ঞানগঞ্জ' বা 'সাম্ভালা' বলে হিমালয়ে কি সত্যিই কোনো গুপ্ত স্থান আছে উচ্চমার্গের যোগীদের জন্য?
(ঝ) নেতাজী কি রাশিয়া থেকে সত্যিই তিনটি বেতারভাষণ দেন? তাঁর সে ভাষণের পূর্ণ অনুলিপি কি পাওয়া যাবে?
(ঞ) রেঙ্কোজী মন্দিরে রাখা ভস্মাবশেষ আসলে কার?
(ট) স্টালিনের সাথে নেতাজীর সম্পর্ক কেমন ছিল?
(ঠ) যদি নেতাজীর অভিলাষমত অক্ষশক্তির জয়লাভ হত দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তাহলে নেতাজী কি ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে পারতেন জাপানের আগ্রাসী সামরিক আচরণের হাত থেকে?
(ড) যদি নেতাজী ভারতবর্ষকে সামরিক শক্তিপ্রয়োগের দ্বারা সত্বর স্বাধীন করতে সমর্থ হতেন, তবে তিনি তাঁর বিরোধীপক্ষ গান্ধী-নেহরু-প্যাটেল প্রভৃতির সাথে কি ব্যবহার করতেন, বিশেষতঃ তাঁরা যদি নেতাজীর বিরোধিতা শুরু করে দিতেন?
(ঢ) নেতাজীর মানসিকতায় কি কোথাও ফ্যাসিবাদের প্রতিচ্ছায়া দেখা যায়?
(ণ) নেপথ্য হতে স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে শ্রীঅরবিন্দের তির্যক মন্তব্য কি চোখে দেখেছেন নেতাজী?
(ত) নেতাজী কি আজও জীবিত? তিনি কি জনসমক্ষে আবার ফিরবেন? এই অসম্ভবও কি সম্ভব?

উপরোক্ত প্রশ্নগুলির সম্বন্ধে আপনাদের চিন্তাভাবনা কি তা অনুগ্রহপূর্বক জানাবেন ।

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment