--------------------------
ভোজনরসিক ছিলেন নেতাজী | খেতে ভালবাসতেন, খাওয়াতে তার থেকে কিছু কম না |
সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশনের স্বামী ভাস্বরানন্দ একাধিকবার তাঁর আতিথ্য স্বীকার করেন | গাড়ী পাঠিয়ে দিতেন মহারাজকে আশ্রম থেকে নিজ বাসভবনে নিয়ে আসার জন্য |
আধ্যাত্মিক ও সামরিক পরিস্থিতির নানা আলোচনার পর মহারাজকে কোনোদিনও নৈশভোজ না করিয়ে নেতাজী আশ্রমে ফিরে যেতে দেননি | আর অভ্যর্থনা করেছেন সন্ন্যাসীপ্রবরকে যথাযথ মর্যাদার সাথে | মহারাজের আগমনকালে ও বিদায়ের সময় প্রণাম করেছেন অখণ্ড ভারতের অস্থায়ী আজাদ হিন্দ সরকারের প্রধানমন্ত্রী ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক |
এই ছিলেন নেতাজী |
জয় হিল্দ !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment